আসসালামু আলাইকুম
শাইখ আমার একটা পোষ্য বিড়াল ছিলো যার জন্ম আমার হাতেই, আমি ফেব্রুয়ারিতে বিড়াল ঢাকা নিয়ে যাই বাসায়। আমি নিজে বাসায় কম সময় থাকতাম বিধায় বিড়ালের দেখাশোনা করতো আমার আম্মু এবং ছোট ভাই। বিড়ালটি মাঝখানে হিটে ছিলো যা আমার আম্মু এবং ভাই বুঝতে পারেনি তাই ওর শব্দে বিরক্ত হয়ে আমাকে না জানিয়ে বিড়াল গ্রামে আবার রেখে আসে যাতে সে খোলা পরিবেশে থাকতে পারে। এবার ঈদের বন্ধে বাড়িতে এসে দেখি সে ভয়ানক রকমের অসুস্থ। তার থেকে মাথার একপাশে এমনভাবে আঘাত পেয়েছে যা দীর্ঘদিনে পচন লেগে দূগন্ধ হয়ে তার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। সে প্রচন্ড কষ্ট পাচ্ছে এটা দৃশ্যমান।তার চিকিৎসা করানোর সামর্থ আমার নেই। সে যেহেতু আমার পোষ্য ছিলো তাই বাড়িতে আসার পর থেকে সে আগে যেভাবে ঘরে আসতো বিছানায় ঘুমাতো এখন ও তেমনই করতে চায় কিন্তু আম্মু প্রচন্ড বিরক্ত হোন আর আমরাও নিরুপায়। তার সাথে শুধু দুর্গন্ধ এমন না মাছি উরে এবং পুজ জমে শেষ। সে ভাবে যে কোনো দিন মারা যাবে, আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় তার চিকিৎসার জন্য সাহায্য চেয়েও পোস্ট করেছি কিন্তু ব্যর্থ, এই অবস্থায় তার কষ্ট কমাতে তাকে হত্যা করা কি জায়েজ আছে। যেহেতু আমরা তাকে মুক্ত স্থানে রেখে গিয়েছিলাম এতে কি আমরা গুনাহগার হবো,