আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম
শাইখ আমার একটা পোষ্য বিড়াল ছিলো যার জন্ম আমার হাতেই, আমি ফেব্রুয়ারিতে বিড়াল ঢাকা নিয়ে যাই বাসায়।  আমি নিজে বাসায় কম সময় থাকতাম বিধায় বিড়ালের দেখাশোনা করতো আমার আম্মু এবং ছোট ভাই। বিড়ালটি মাঝখানে হিটে ছিলো যা আমার আম্মু এবং ভাই বুঝতে পারেনি তাই ওর শব্দে বিরক্ত হয়ে আমাকে না জানিয়ে বিড়াল গ্রামে আবার রেখে আসে যাতে সে খোলা পরিবেশে থাকতে পারে। এবার ঈদের বন্ধে বাড়িতে এসে দেখি সে ভয়ানক রকমের অসুস্থ। তার থেকে মাথার একপাশে এমনভাবে আঘাত পেয়েছে যা দীর্ঘদিনে পচন লেগে দূগন্ধ হয়ে তার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। সে প্রচন্ড কষ্ট পাচ্ছে এটা দৃশ্যমান।তার চিকিৎসা করানোর সামর্থ আমার নেই। সে যেহেতু আমার পোষ্য ছিলো তাই বাড়িতে আসার পর থেকে সে আগে যেভাবে ঘরে আসতো বিছানায় ঘুমাতো এখন ও তেমনই করতে চায় কিন্তু আম্মু প্রচন্ড বিরক্ত হোন আর আমরাও নিরুপায়। তার সাথে শুধু দুর্গন্ধ এমন না মাছি উরে এবং পুজ জমে শেষ।  সে ভাবে যে কোনো দিন মারা যাবে, আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় তার চিকিৎসার জন্য সাহায্য চেয়েও পোস্ট করেছি কিন্তু ব্যর্থ, এই অবস্থায় তার কষ্ট কমাতে তাকে হত্যা করা কি জায়েজ আছে। যেহেতু আমরা তাকে মুক্ত স্থানে রেখে গিয়েছিলাম এতে কি আমরা গুনাহগার হবো,

1 Answer

0 votes
by (607,050 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

কষ্টদায়ক প্রাণী ব্যতীত অন্য কোনো প্রাণীকে হত্যা করা যাবেনা।হত্যা করা নাজায়েয ও হারাম।

যেমনঃ এক হাদীসে নবীজী সাঃ ব্যঙ হত্যা করতে নিষেধ করেছেন।
হযরত আব্দুর রহমান ইবনে উসমান রাযি থেকে বর্ণিত
ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﺜﻤﺎﻥ ﺃﻥ ﻃﺒﻴﺒﺎ ﺳﺄﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻦ ﺿﻔﺪﻉ ﻳﺠﻌﻠﻬﺎ ﻓﻲ ﺩﻭﺍﺀ ﻓﻨﻬﺎﻩ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻦ ﻗﺘﻠﻬﺎ
এক ডাক্তার নবীজী সাঃ কে ব্যঙ দ্বারা ঔষধ তৈরী সম্পর্কে জিজ্ঞাসা করলে নবীজী সাঃ ব্যঙ হত্যা করতে নিষেধ করেছিলেন।(আবু-দাউদ-৫২৬৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/376

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে বিড়ালকে হত্যা করা জায়েজ হবেনা।

আপনি বিড়ালকে অন্য কোথাও দূরে আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়ে আসবেন।হয়তো আল্লাহর হুকুমে বিড়ালটি বেঁচেও যেতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...