আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
সাহরি খাবার ১০ মিনিট পরে আমার কাশির সাথে ঝাল ঢেঁকুর আসে, ভাত আর ঝাল পানি । গলায় কিছু লাগতেছে খাবার আন্দাজ করে বেসিনে বের করে ফেলতে গিয়ে আমি সম্ভবত কিছুটা পানি অনিচ্ছায় গিলেও ফেলেছি। পরবর্তীতে কিছু পানি আর একটা ভাত বের করে ফেলে দিয়েছি। আমার কি রোজা ভেঙ্গে গিয়েছে? গুনাহ হবে?
আল্লাহ মাফ করুন, ভেঙ্গে গেলে কাফফারা কিভাবে দিতে হবে?