ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইতিকাফ অবস্থায় হায়েয আসলে, ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। সুন্নত বা ওয়াজিব ইতিকাফের বেলায় পরবর্তীতে রোযা সহ একদিন একরাত ইতিকাফ কাযা করা ওয়াজিব।
بدائع الصنائع (2/ 116) :
"ولو حاضت المرأة في حال الاعتكاف فسد اعتكافها؛ لأن الحيض ينافي أهلية الاعتكاف لمنافاتها الصوم، ولهذا منعت من انعقاد الاعتكاف فتمنع من البقاء". فقط واللہ اعلم
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার ইতিকাফ যদি সুন্নত বা ওয়াজিব পর্যায়ের হয়ে থাকে, তাহলে পরবর্তীতে একদিন একরাত ইতিকাফ কাযা করা ওয়াজিব। তবে যদি নফল ইতিকাফ হয়ে থাকে, তাহলে আর কাযা করতে হবে না।
(২) সামাজিক কারণে ইতিকাফ ফাসিদ হওযার পরও ইতিকাফ স্থল থেকে না বেড়িযে শুধুমাত্র যিকির আযকার করা যাবে।কেননা ঘরের ইতিকাফ স্থল আর মসজিদ সমান না। মসজিদে হায়েয অবস্থায় অবস্থান করা জায়েয হবে না।
(৩) হায়েযের কারণে ইতেকাফ ফাসিদ হয়ে গেলে, সওয়াবে কোনো তারতম্য হবে না।