আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
recategorized by
আসসালামু আলাইকুম। ১)আমি গতকাল ইতেকাফে বসেছি আজকে দুপুরে হায়েজ হয়ে গিয়েছে তাহলে আমার ইতেকাফ ফাসিদ হয়ে গিয়েছে?
২)আমি কি ইতেকাফ থেকে সব নিয়ম ইতেকাফের মতো মেনে  নামায রোজা আর কুরআন না পড়ে  শুধু যিকির করতে পারবো? যদিও পরবর্তীতে কাযা রোজা ও ইতেকাফ করে দেই। বাসায় ভাই আর বাবা আছে  এখন বের হলে কি বলবো তাই যদি এমনটা করি তাহলে কি ঠিক হবে?

৩) আমার যে ইতেকাফ ফাসিদ হয়ে গেলো তার জন্য কি কনো সওয়াব পাবো না?

1 Answer

0 votes
by (632,880 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইতিকাফ অবস্থায় হায়েয আসলে, ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। সুন্নত বা ওয়াজিব ইতিকাফের বেলায় পরবর্তীতে রোযা সহ একদিন একরাত ইতিকাফ কাযা করা ওয়াজিব। 
بدائع الصنائع  (2/ 116) :
"ولو حاضت المرأة في حال الاعتكاف فسد اعتكافها؛ لأن الحيض ينافي أهلية الاعتكاف لمنافاتها الصوم، ولهذا منعت من انعقاد الاعتكاف فتمنع من البقاء".  فقط واللہ اعلم

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার ইতিকাফ যদি সুন্নত বা ওয়াজিব পর্যায়ের হয়ে থাকে, তাহলে পরবর্তীতে একদিন একরাত ইতিকাফ কাযা করা ওয়াজিব। তবে যদি নফল ইতিকাফ হয়ে থাকে, তাহলে আর কাযা করতে হবে না। 

(২) সামাজিক কারণে ইতিকাফ ফাসিদ হওযার পরও ইতিকাফ স্থল থেকে না বেড়িযে শুধুমাত্র যিকির আযকার করা যাবে।কেননা ঘরের ইতিকাফ স্থল আর মসজিদ সমান না। মসজিদে হায়েয অবস্থায় অবস্থান করা জায়েয হবে না।

(৩) হায়েযের কারণে ইতেকাফ ফাসিদ হয়ে গেলে, সওয়াবে কোনো তারতম্য হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 214 views
...