১।
ফেব্রুয়ারিতে পিরিয়ড ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত ছিল
মার্চের ১৩ থেকে ১৭/১৮ তারিখ পর্যন্ত ব্রাউনিশ ডিসচার্জ তথা লাল/খয়েরি রঙের ছোপ (ইস্তিহাযা হলে যেমন হয়) দেখা যায়,পুরোপুরি ব্লিডিং না
তারপর গ্যাপ ছিল,২৩ থেকে আবার একইরকম ব্রাউনিশ ডিসচার্জ দেখা যায়।
তারপর ২৫ থেকে পুরোপুরি হেভি ফ্লো আকারে brownish discharge আসছে, বুঝা যাচ্ছে এটাই পিরিয়ডের ব্লাড।
আমি কি এই brownish discharge নিয়ে নামায আদায় করব নাকি এই সময়টাকে পিরিয়ড ধরে গত ১৩ থেকে ১৮ তারিখের সময়টাকে ইস্তিহাযা ধরব আর পরে ঐ সময়ের কাযা আদায় করে নিব?
আমার এমন সমস্যা হচ্ছে কিছুমাস ধরে,ইস্তিহাযা আর ইররেগুলার পিরিয়ড।
টেকনিক্যালি এটা হয়ত ইস্তিহাযা হবে,কিন্তু এই হেভি ফ্লো নিয়ে নামায আদায় কীভাবে করব?
২। যদি ইস্তিহাযা হয়
তাহলে আমায় প্রতি ওয়াক্তে ওযু করতে হবে
আমার গতপরশু পা মচকে যায়
আমাকে ৩ সপ্তাহের বেড রেস্ট দিয়েছে
আমার জন্য প্রতি ওয়াক্তে ওযু করা কষ্টকর হয়ে দাঁড়াবে কারণ ওয়াশরুমে যাওয়াটাই এখন অনেক কষ্টকর হচ্ছে, একপায়ের উপর ভর দিয়ে থাকা লাগছে আর কোনো এক হাত দিয়ে কিছু সাপোর্ট হিসেবে না ধরলে পড়ে যাচ্ছি
এক্ষেত্রে ওযু ও নামাযের সমাধান কী?