বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»
হযরত আয়েশা রা থেকে বর্ণিতঃনবী কারীম সাঃ বলেনঃ-সম্পত্তিতে কোনো যাকাত নেই যতক্ষণ না এক বৎসর পূর্ণ হবে।(সুনানে ইবনে মাজা-১৭৯২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ডিসেম্বরের ১৫ তারিখ আপনার নিসাব পরিমাণ সম্পদের বছর পরিপূর্ণ হয়েছে। এখন যদি আপনার নিকট অতিরিক্ত ১৬০০ টাকা থাকে। তাহলে এই ১৬০০ টাকার যাকাত ১৩ টাকা আসবে।
(২) ডিসেম্বরের পর এই ১৫০০ টাকা, কত দিন আপনার নিকট ছিলো। এক মাস থাকলে ৩টাকা ১২ পয়সা যাকাত দিয়ে দিলেই হবে।পরবর্তীতে রমজান থেকে রমজান পর্যন্ত যাকাত দিলেই হবে।
(৩) যাকাত হিসেবে দিয়ে দিছেন, বৎসর পূর্ণ হবার পর যতদিন থাকবে, তত দিনের যাকাত দিতে হবে।
(৪) প্রশ্নের বিবরণ মতে যাকাত দিতে হবে না।
(৫) কেউ জায়গাসহ দোকানের প্লট কিনে ভাড়া দিলে তার যাকাত দিতে হবে না। হ্যা, ভাড়া বাবৎ যা আয় হবে, সেটা যদি বৎসরের শেষ পর্যন্ত থাকে, তাহলে যাকাত দিতে হবে।