লেখা একটু বড় হওয়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি উস্তায, প্রায় এক বছর ধরে আমি কোনো স্বপ্ন দেখি নি আর হয়তো দেখলেও কিছুই মনে থাকে না। কিন্তু এইবার এতেকাফে বসার পরে আমি ঘন ঘন স্বপ্ন দেখছি এবং তা আমার মনেও থাকছে। এবং স্বপ্নে অপরিচিত মানুষ বেশি দেখছি।
‎ স্বপ্ন গুলো এমন।
‎
‎১, আমি দেখছি আমি অচেনা একটা জায়গায় গিয়েছি এবং সেখানে গিয়ে আমার ফোন হারিয়ে গেছে। আর আমি ফোন খুজছি অনেক কান্না করছি তখন একজন মহিলা তার বড় ছেলে এবং মেয়ে আমার বয়সি (ওদের আমি কখনো দেখিনি) তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে ফোন খুজতে সাহায্য করছে। সেখানে অনেক মানুষকে আমরা জিজ্ঞাসা করেছি ফোনের কথা আর সবাই আমার অপরচিত। পরে ফোন না পেয়ে ওই মহিলা আমায় বলেন তুমি তো রোজা আসো ইফতার করে নাও আগে, পরে তারা আমায় খাওয়ায়। আর আমার ফ্যামিলির কাছে ফোন করে পরে আমার ঘুম ভেঙে যায়।
‎
‎
‎2, আমি আমার প্রতিবেশির বাসায় গেছি দাওয়াতে সেখানে আমি তাদের হেল্প করছি। তখন একজন অপরিচিত (তাদের নাকি পরিচিত) লোক এসে খাবার চায় বাসায় নিয়ে যাওয়ার জন্য। তখন তারা ওই লোককে বলে আমাকে বলতে তখন আমি আর পাশের বাড়ির মেয়ে যাদের বাড়িতে গেছি সে মিলে ওই লোক কে খাবার দেই। এবং সেখানে আমি নিজেও খাবার খেতে দেখেছি। ( ওই লোককে আমি চিনি না।)
‎
‎3, আমি স্বপ্ন দেখি আমি কালো জাম কুড়াচ্ছি জাম গুলো সব ভালো ছিলো গাছ থেকে পড়ে ফেটে যায় নি ভালো ছিল। সেখান থেকে একটা জাম আমি মুখে দেই তা অনেক মিষ্টি ছিলো।
‎
‎4, আমি দেখি আমি আমাদের বাসায়ই যেই রুমে এতেকাফে বসেছি, সেখানে তিন জন মেয়ে থাকে এবং তাদের সাথে আমিও থাকছি তখন একটা মেয়ের একটা পিচ্চি ভাই আসে 3 বছর বয়স এমন হবে। তাকে আমি অনেক আদর করি তখন সে বলে আমি টয়লেট এ যাবো আমি ওকে বাইরে নিয়ে যাই এবং উঠোনে তাকে বসাই। পশ্রাব শেষে সে পরিষ্কার হতে চাচ্ছিলো না তখন আমি তাকে জোর করে পরিষ্কার করে দেই।
‎ পরে আমি রুমে আসি আর আমরা সবাই অপেক্ষা করছি আজানের তখন আমি আজান শুনি আর যখন ইফতার করবো তখনই আমার ঘুম ভেঙে যায়।
‎(ওই তিন জন মেয়ে আর পিচ্চি ছেলেটাও আমার অপরিচিত)