ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(ক) হানাফি মাযহাব মতে মাসের সূচনা চাঁদ দেখার উপরই নির্ভর করে।তাই প্রত্যেক এলাকায় চাঁদ দেখার পরই সেখানে হিজরী মাস শুরু হবে।
(খ)বাকী তিন মাযহাব মতে কোথাও চাঁদ দেখা গেলে সবার জন্য হিজরী মাস শুরু হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2247
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেভাবে সমস্ত পৃথিবীতে এক সাথে তাহাজ্জুদের ওয়াক্ত হয় না, ঠিকতেমনি সমস্ত পৃথিবীতে একসাথে লাইলাতুলকদর ও হবে না। স্থান ভেদে ভিন্ন ভিন্ন সময়েই হবে যখন সেখানে রাত হবে।তবে হ্যা, লাইলাতুলকদর একই তারিখে হবে। লাইলাতুলকদর কখন কোন তারিখে হয়? সেটা আল্লাহই ভালো জানেন। এ নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে বরং ইবাদতে মনযোগী হওয়াই আমাদের উচিত। যেমন, সকাল ১০ অফিস খুলে যায়, সুতরাং যেই দেশে যখন সকাল ১০ টা হবে, সেই দেশে তখন অফিস খুলবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/115401
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পৃথিবীর সব প্রান্ত সৃষ্টি হয়েছে একসাথে আবার ধ্বংসও হবে একসাথে। যিনি সৃষ্টি করেছেন এবং যিনি ধ্বংস করবেন, উনার সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। সমযের সম্পর্ক পৃথিবীতে যারা আছেন, তাদের সাথেই হবে।
(২) প্রতি বছর একই তারিখে লাইলাতুল কদর হবে না।বরং বছর ভেদে ভিন্নও হতে পারে।