আসসালামু আলাইকুম,
আমার বয়স ২১ বছর এর বেশি,আমি অবিবাহিত,আমি একজন মেয়ে,আমার কিছু প্যারানরমাল সমস্যা আছে,আমি অজু করলে অজু ভেঙে যায়,নাপাকী এর ওয়াসওয়াসা এইসব,তাই আমার পরিবার আমাকে ধরে বেঁধে একজন কবিরাজ এর কাছে নিয়ে গেছে,উনি নাকি একজন ফকির, জ্বীন দিয়ে চিকিৎসা করে,ওনার মাথায় জট,আর উনি গুল ব্যবহার করে,আসন বসায়,নিজের শরীরে জ্বীন হাজির করে,শিন্নি দেয়,এবং আমাকে তেল পড়া,আর কি যেনো সুতা বেঁধে দিছে,আর মোমবাতি এর সামনে পান দিয়ে হাত জোড় করতে বলছে,জিজ্ঞেস করছে আমি প্রেম করে ছ্যাঁকা খেয়েছি কিনা তাহলে তাকে এনে দিবে, মানে বশীকরণ।আর বলছে সুস্থ হলে আমাকে নিয়ে কলা,কবুতর আর কি যেন নিয়ে যেতে ।
আমি আমার পরিবারকে বাধা দেয়ার চেষ্টা করেছি তারা আমার কথা শোনেনি,এবং সেই কবিরাজ কিছু ওষুধ পত্র দিয়েছে, যা আমাকে বাসা থেকে খেতে বাধ্য করা হচ্ছে,এবং সামনে বসিয়ে খেতে বলা হয়,আমি বমি করার চেষ্টা করেছি,কিন্তু বমি করে পুরাটা বের হয়নি,আমি কবিরাজ এর কাছে গিয়ে তার কথা না শোনায় উনি বলেছে যে তোর মত কত পাগল সারেন্ডার করে তুই তো সাধারণ একটা মেয়ে,তুই নিজেই আমার কাছে আসতে চাইবি,এখন ওষুধ গুলো দেখতে মধুর মত,লুকিয়ে রেখেছে,আর একটা মগে কিছু কাগজ ভিজিয়ে রেখেছে,কাগজে কি যেন লিখা বুঝি না,একটা গামছা দিয়েছে বলছে ওইটা দিয়ে গা মুছতে,এখন আমার কি করা উচিত,
আমি তাদের কে অনেক বোঝানোর চেষ্টা করেছি এইসব শিরকী কাজ কারবার,তারা এটা কে শিরক মনে করে না,বলে মহিলা তো ভালো করবে না,আল্লাহ তোকে ভালো করবেন,মহিলা তো উসীলা,এবং আমাকে মারধর ও করেছে,অনেকবার রুকাইয়া করাতে বলেছি, করায় না,আমি বলেছি আমাকে মেরে ফেলতে,এখন এই পরিস্থিতি তে আমার কি করা উচিত?