আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (19 points)
edited by
আসসালামু আলাইকুম,

আমার বয়স ২১ বছর এর বেশি,আমি অবিবাহিত,আমি একজন মেয়ে,আমার কিছু প্যারানরমাল সমস্যা আছে,আমি অজু করলে অজু ভেঙে যায়,নাপাকী এর ওয়াসওয়াসা এইসব,তাই আমার পরিবার আমাকে ধরে বেঁধে একজন কবিরাজ এর কাছে নিয়ে গেছে,উনি নাকি একজন ফকির, জ্বীন দিয়ে চিকিৎসা করে,ওনার মাথায় জট,আর উনি গুল ব্যবহার করে,আসন বসায়,নিজের শরীরে জ্বীন হাজির করে,শিন্নি দেয়,এবং আমাকে তেল পড়া,আর কি যেনো সুতা বেঁধে দিছে,আর মোমবাতি এর সামনে পান দিয়ে হাত জোড় করতে বলছে,জিজ্ঞেস করছে আমি প্রেম করে ছ্যাঁকা খেয়েছি কিনা তাহলে তাকে এনে দিবে, মানে বশীকরণ।আর বলছে সুস্থ হলে আমাকে নিয়ে কলা,কবুতর আর কি যেন নিয়ে যেতে ।

আমি আমার পরিবারকে বাধা দেয়ার চেষ্টা করেছি তারা আমার কথা শোনেনি,এবং সেই কবিরাজ কিছু ওষুধ পত্র দিয়েছে, যা আমাকে বাসা থেকে খেতে বাধ্য করা হচ্ছে,এবং সামনে বসিয়ে খেতে বলা হয়,আমি বমি করার চেষ্টা করেছি,কিন্তু বমি করে পুরাটা বের হয়নি,আমি কবিরাজ এর কাছে গিয়ে তার কথা না শোনায় উনি বলেছে যে তোর মত কত পাগল সারেন্ডার করে তুই তো সাধারণ একটা মেয়ে,তুই নিজেই আমার কাছে আসতে চাইবি,এখন ওষুধ গুলো দেখতে মধুর মত,লুকিয়ে রেখেছে,আর একটা মগে কিছু কাগজ ভিজিয়ে রেখেছে,কাগজে কি যেন লিখা বুঝি না,একটা গামছা দিয়েছে বলছে ওইটা দিয়ে গা মুছতে,এখন আমার কি করা উচিত,

আমি তাদের কে অনেক বোঝানোর চেষ্টা করেছি এইসব শিরকী কাজ কারবার,তারা এটা কে শিরক মনে করে না,বলে মহিলা তো ভালো করবে না,আল্লাহ তোকে ভালো করবেন,মহিলা তো উসীলা,এবং আমাকে মারধর ও করেছে,অনেকবার রুকাইয়া করাতে বলেছি, করায় না,আমি বলেছি আমাকে মেরে ফেলতে,এখন এই পরিস্থিতি তে আমার কি করা উচিত?

1 Answer

0 votes
by (70,170 points)

 

بسم الله الرحمن الرحيم

জবাবঃ-

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو الطَّاهِرِ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالُوا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ " .

হারূন ইবনু মা’রূফ এবং আবূ তাহির ও আহমাদ ইবনু ঈসা (রহঃ) ..... জাবির (রাযিঃ) এর সানাদে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন- প্রতিটি ব্যাধির প্রতিকার রয়েছে। অতএব রোগে যথাযথ ঔষধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়। (মুসলিম ৫৬৩৪.ইসলামিক ফাউন্ডেশন ৫৫৫৩, ইসলামিক সেন্টার ৫৫৭৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

প্রশ্নে উল্লেখিত ছুরতে আগে ডাক্তার দেখান, তাতে কাজ না হলে দ্বীনদার অভিজ্ঞ রুক্বইয়্যাহ শরইয়্যাহ স্পেশালিস্টে স্বরণাপন্ন হতে পারেন। রাক্বী যদি ঝাড়ফুক ইত্যাদি দেয়সেক্ষেত্রে আকীদা বিশুদ্ধ রেখে শরয়ী নীতিমালা মেনে এসব দেওয়া হলে তাহা গ্রহন করা যাবে, নতুবা নয়। আপনার প্রশ্নের বিবরণ মতে উক্ত কবিরাজের নিকট চিকিৎসা করা যাবে না। কারণ, তার আক্বীদায় সমস্যা থাকার প্রবল আশংকা রয়েছে।

আরো বিস্তারিত জানুন: https://ifatwa.info/115482/  

নীতিমালা জানুনঃ

https://ifatwa.info/2218/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...