আমার পিরিয়ড ডেইট ছিল ২২ মার্চ আজ ২৫ মার্চ।কিন্তু লাল ব্লাড যাচ্ছে না,, গতকাল টিস্যু দেওয়াতে পুরাপুরি লাল নয় কিন্তু লালের মতো একটা কালারের স্রাব এসেছে।কিন্তু আমি নামাজ,রোযা সবই করেছি আজকে আবার দেখলাম পুরোপুরি সাদা না হলুদের মতো একটা কালারের স্রাব আবার সাদাও দেখেছি আবার তারপর হলুদের মতো কালার কিন্তু লাল ব্লাড যাচ্ছে না তবে আমার পেট ব্যথা করে । আমার এখন কি করা উচিত?এটা কি হায়েজ হিসেবে গন্য হবে?আমি কি নামাজ, রোযা,কুরআন তিলওয়াত করতে পারবো?নাকি আমি এসব থেকে বিরত থাকবো?