আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (25 points)
আমি বিবাহিত। আমার বয়স ৪৫। আমি বেকার ও প্রচন্ডভাবে ঋণগ্রস্থ।

আমার মায়ের কিছু জমানো অর্থ ও কিছু স্বর্ণ আছে যার উপর যাকাত এসেছে চল্লিশ হাজার টাকা। তিনিও খুব একটা সচ্ছল নন। অন্যান্য সন্তানদের মাধ্যমে তার ভরণ পোষণ হয়।

আমি আমার মায়ের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে পারব কিনা? <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250323_230817_756.sdocx-->

1 Answer

0 votes
by (607,050 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

https://ifatwa.info/17127/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
কোনো ব্যাক্তির যাকাতের মাল তার দরিদ্র ভাই, বোন, চাচা, ফুফুসহ সকল দরিদ্র আত্মীয়-স্বজনকে দিতে কোন আপত্তি নেই। 

বরং তাদেরকে যাকাত দেওয়া হলে সেটা সদকা ও আত্মীয়তার হক আদায়। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: "মিসকীনকে যাকাত দেওয়া সদকা। আর আত্মীয়কে দেওয়া সদকা ও আত্মীয়তার হক আদায়"।[মুসনাদে আহমাদ (১৫৭৯৪) ও সুনানে নাসাঈ (২৫৮২)] 

পূর্ণ হাদীসটি হলোঃ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعَلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ الرَّائِحِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ»

সালমান ইব্ন আমির (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, মিসকীনকে দান করার মধ্যে শুধু সাদাকা (র সওয়াব রয়েছে) আর আত্নীয়-স্বজনকে দান করা দুটি (সওয়াব রয়েছে) দান করা (র সওয়াব) এবং আত্নীয়তার সম্পর্ক বজায় রাখা (র সওয়াব)।
,
নিজ পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, পরদাদা প্রমুখ ব্যক্তিবর্গ যারা তার জন্মের উৎস তাদেরকে নিজের যাকাত দেওয়া জায়েয নয়। এমনিভাবে নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতিন এবং তাদের  অধস্তনকে নিজ সম্পদের যাকাত দেওয়া জায়েয নয়। স্বামী এবং স্ত্রী একে অপরকে যাকাত দেওয়া জায়েয নয়।-রদ্দুল মুহতার ২/২৫৮

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কোন ব্যক্তি তার সন্তানকে যাকাতের টাকা দিতে পারবে না। এতে তার যাকাত আদায় হবেনা। সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি আপনার মায়ের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে পারবেননা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (25 points)
একই প্রশ্ন আমি করেছিলাম দুবায়স্থ Islamic Affairs & Charitable Activities Department এর ওয়েবসাইট এর মাধ্যমে। নিচে প্রশ্ন উত্তরটি ইংরেজিতে হুবহু উল্লেখ করা হলো।

Dear 

Your Request for the service Personal Fatwa has been Approved

Reference Number for the request is PF-023704

Request submission on 2025/03/24

The Question is I'm married. I am 45 years old. I am unemployed and extremely debt.

My mother has some money and some gold. She kept this very small amount of money & gold for her five sons future security who are hard-up now. She's is not financially solvent too. Now she's calculated Zakat on her money & gold to USD$ 333.

In this situation, Can I take Zakat money from my mother to pay my creditors?

The Answer is Wa alaikum assalam wa rahmatullah wa barakatuh,

Dear Brother,

If you do not own anything extra with you to sell and pay off the debt, then it is permissible for your mother to give you money from any zakat she is obliged to pay for the purpose of paying off your creditors.

And Allah knows best.

To review your request please click on https://eservices.iacad.gov.ae

For any help or enquiries please contact 800600 or *Emails are not allowed*

Islamic Affairs & Charitable Activities Department Team

বিশেষ দ্রষ্টব্য: আমি পাওনাদারদের প্রচন্ড চাপে আছি। আমার অন্য কোন উপায় নেই ঋণ পরিশোধ করার।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250329_051826_746.sdocx-->

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...