আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি যদি এমন কোনো কম্পানি তে কাজ করি,যারা জামা কাপড় এর বিজ্ঞাপন এর জন্য বেপর্দা মেয়েদের ছবি দেয়,আর আমি যদি সেই কোম্পানি তে অর্ডার নিয়ে থাকি,এবং সেই কাজটা যদি ঘরে বসেই করা হয়,তাহলে কি সেটা হালাল হবে?তাদের জামার পেইজ,সেখানে তারা মডেল দের জামা পড়িয়ে ছবি দেয়,সেটা ওদের পেইজ ও ওয়েবসাইটে দেয়,সেখান থেকে বেচা বিক্রয় হয়।