আসসালামু আলাইকুম। ব্যাংকে গত রমযানের শুরুতে ১৫ লক্ষ টাকা ছিল। মাঝে বিভিন্ন সময় খরচ হয়ে ১৫ থেকে ১২, ১২ থেকে ৯, ৯ থেকে ৭ লক্ষ হয়। আবার এক পর্যায়ে বাড়তে বাড়তে ১০ লক্ষ হয়ে যায়। এর মাঝেও কয়েকবার বাড়ে, আবার কমে। সর্বশেষ এই রমযানে স্টেটমেন্টে ১০ লক্ষ টাকা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যাকাতের হিসাব কোন পরিমাণ ধরে করবো? কারণ ১ বছর স্থায়িত্ব তো শুধু ৭ লক্ষ টাকার হয়েছে। আবার অনেক জায়গায় দেখলাম বছরের শেষ ধর্তব্য। এক্ষেত্রে কী ১০ লক্ষ ধরে হিসাব করবো?
অনুগ্রহ করে জানিয়ে উপকৃত করবেন। জাযাকাল্লাহু খইরন।