আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ ।
উস্তায আফওয়ান কিছু কনফিউশানের কারণে আবারও প্রশ্ন করতে হলো ।
https://ifatwa.info/114446/?show=114534#a114534
গত প্রশ্নে আমি জানিয়েছিলাম যে আমার বাবার ইনকাম হারাম। তো, আমার প্রশ্নগুলো হচ্ছে
১। আলহামদুলিল্লাহ আমার ফোনটা আমার জানামতে হালাল টাকায় কেনা।আর এটি আমি হাদিয়া পাই আলহামদুলিল্লাহ । কিন্তু আমাদের বাসার ওয়াইফাই বিল আমার বাবা দেন। আলহামদুলিল্লাহ আমার জানামতে উনার গতমাসগুলোর ইনকাম হালাল ছিল । কিন্তু এ মাস থেকে হারাম হচ্ছে। ফ্লাটের ওয়াইফাই মূলত বাসার মালিকের। আমরা যারা ফ্লাটে থাকি সবাই বাসা ভাড়ার সাথে ওয়াইফাই ও পানির বিল বাসার মালিকের কাছে পরিশোধ করি। এখন অনলাইনে আমার দারস ও বিভিন্ন দ্বীনি কাজ, ইত্যাদি থাকে। এখন কি এই ওয়াইফাই ব্যবহার করলে আমার গুনাহ হবে?
২। বাসায় যদি হালাল অল্প কিছু খাবার থাকে কিন্তু সেটা খাওয়ার উপায় না থাকে বাবা-মা যদি রাগ করে, জোর করে হারাম টাকার মাংস, মাছ খাওয়ান? তখন যদি বাধ্য হয়ে খেতে হয়? তখন কি আমার গুনাহ হবে?
৩। আলহামদুলিল্লাহ আমার কাছে কিছু হালাল টাকা জমানো আছে এই টাকাগুলো কি আমার বাবাকে দিতে হবে? উনাকে যদি বলি আপনার ইনকাম হারাম তাই এই টাকায় বাজার করবেন এতে উনি কষ্ট পাবেন, তাছাড়া আমার মা টাকা খরচ করতে না করেছেন। আমি এই টাকা থেকে অল্প অল্প করে সাদাকাহ করি আলহামদুলিল্লাহ ।এখন কি এগুলো কবুল হবে? এগুলো কি সাওয়াবের নিয়্যাত ছাড়া সাদকাহ করতে হবে? এই টাকাগুলো আমার জরুরত কোর্স করতে কিছু খরচ করি। আমি নিয়্যাত করি যে আমার স্বামীর ইনকাম হালাল হলে উনার টাকা থেকে সাওয়াবের নিয়্যাত ছাড়া বাবার হারাম ইনকাম থেকে যা খরচ করেছি তা সাদকাহ করে দেবো তাহলে হবে?
আমার বাবার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। দয়া করে একটু দু'আতে রাখবেন ইন শা আল্লহ ।আল্লহ যেন হালাল দ্বারা আমাদের পরিতুষ্ট করেন। এখন রমাদান ভয় হচ্ছে আমার ইবাদাত, দু'আগুলো রব কবুল করবেন কি-না।