আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ। আমার রোজা ফরয হবার পর,প্রথম যখন আমি রোজা রাখি তখন একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি প্রচুর জ্বর ছিল, পুরো দিন বিছানায় কাটিয়েছি কিন্তু রোজা ভাঙ্গিনি।এরপরের দিন কেউ আমাকে সেহরিতে তুলে নি এবং রোজাও রাখিনি।আমি এই দিন পুরো সুস্থ ছিলাম।আমার তখন এই বিষয়ে ইলম ছিল না বা বুঝতে পারি নি কিছু ওই সময়।আমি এখন বুঝতে পেরে আল্লাহর কাছে তওবাও করেছি।আমার এই সার্মথ্যও নেই গরীবদের খাওয়ানোর। এখন একনাগাড়ে ৬০ দিন রোজা যে রাখবো তাও যে পারবো বলে মনে হয় না।আল্লাহ কি আমার এই রোজার জন্য তওবা কবুল করবেন?