আসসালামু আলাইকুম। যাকাত বিষয়ে নিম্নোক্ত দুটি প্রশ্নের উত্তর দিবেন ইনশা আল্লাহ।
১। আমি ২০২১ সালের এপ্রিলের ১ তারিখে প্রথম নিসাব পরিমাণ সম্পদ অর্জন করি। তখন শাবান মাস ছিলো (খুব সম্ভবত ১৮/১৯ তারিখ)। এক বছর হিসেবে পরবর্তী বছরের শাবান মাসে যাকাত দেয়ার কথা। কিন্তু, আমি চাইছিলাম রমজান মাস থেকে যাকাত দিতে। তাহলে যাকাত আদায়ের কথা ভূলে যাবার সম্ভাবনা কম থাকে। তাই, ২০২২ সালের রমজান মাস থেকে যাকাত দিয়ে আসছি। প্রতি বছর রমজান মাসে (শেষের দিকে) যাকাত দেই। তবে প্রথম বছর (২০২২ সালে) রমজানের আগে একবার দিয়ে থাকতে পারি যেটা এখন স্মরণে নেই। এখন আমার প্রশ্ন, আমি যেহেতু শাবান মাসে প্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হই কিন্তু যাকাত পরবর্তী বছর রমজান মাস থেকে আদায় করছি, তাহলে শাবান থেকে রমজানের যে কয়দিন বাকি থাকে ওই কয়দিনের জন্য যাকাত দিতে হবে? এক্ষেত্রে হিসাব কিভাবে করবো (মোট যাকাতের পরিমাণকে চন্দ্রমাসের দিনসংখ্যা দিয়ে ভাগ দিয়ে যে কতদিন বাকি তা দিয়ে গুণ করবো)?
২। ধরা যাক, আমার মাসিক বেতন ৫০,০০০ টাকা। এখন প্রতি মাসে একাউন্টে ৫০,০০০ টাকা ঢুকে। ধরি, মাসিক খরচ ৩৫,০০০ টাকা। এখন, প্রথম মাসে যে ৫০,০০০ ঢুকে সেটা প্রথম মাসে খরচ হয়। আবার ২য় মাসে ৫০,০০০ ঢুকে। সেখান থেকে প্রথম মাসের বাকি ১৫,০০০ এবং এ মাসের ২০,০০০ সহ মোট ৩৫,০০০ খরচ হয়। এভাবে, প্রতি মাসেই বিগত মাসগুলোর মাসে টাকা খরচ হয়ে যাচ্ছে।
এখন, দেখা যাচ্ছে যে, প্রথম মাসের টাকা সব খরচ হয়ে গেছে, এভাবে পরবর্তী মাসেও। তাহলে তো প্রথম মাস এবং পরবর্তী কোন মাসের টাকারই বছর পূর্ণ হয় না। যদিও বছর শেষে নিসাব পরিমাণ টাকা থাকে। এক্ষেত্রে, যেহেতু বছর পূর্ণ হচ্ছে না, তাহলে কি যাকাত ফরজ হবে? (বিষয়টা অনেকটা ব্যবসার ক্ষেত্রে যে পণ্য আগে আসছে তা আগে বিক্রি শেষ করে তারপর পরে আসা পণ্য বিক্রি শুরু করার মতো)