আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, শায়েখ।
আমার কিছু মাসায়ালা জানার ছিলো।
১.রোজা রাখা অবস্থায় স্বামি যদি স্ত্রীকে চুমু দেয়,আলিংগন করে/ঘুমায়,কোলে তুলে কথা বলে এতে যদি স্ত্রর স্রাব/কামরাস আসে তাহলে কি স্ত্রীর রোজা ভেঙে যাবে?কাযা/কাফফারা দিতে হবে?
২.স্বামি দূরে অবস্থানকালে রোজা রেখে মোবাইলে কথা বলার সময় স্ত্রীর স্রাব/কামরস আসলে স্ত্রীর রোজা কি ভেঙে যাবে? কাযা/কাফফারা দিতে হবে?
৩.পিরিয়ড যখন প্রথম হয় তখন পিরিয়ড, ইস্তিয়াজা সম্পর্কে জানা ছিলো না। ইস্তিয়াজাকেও পিরিয়ড ভাবতাম।১৫দিনও ভালো থাকতাম না।মাসে ২-৩বার হতো। রমজান মাসে এমন হলেও আমি পিরিয়ড ভেবে রোজা রাখিনি।এইভাবে অনেকগুলাই রাখা হয়নি,এইগুলার হিসাবও জানা নাই।এখন করণীয় কি?
৪.যথাসম্ভব পর্দা করে বের হওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে মনের মধ্যে এমন চিন্তা আসে যে,*মানুষ /ছেলেটা আমাকে দেখুক আমি কতো ভালো করে পর্দা করেছি*
পরক্ষণেই আমি নিজেকে সামলে নেয়ার চেষ্টা করি, ভাবি যে পর্দাতো আল্লাহর সন্তুষ্টির জন্য। আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি।
এমন চিন্তার জন্য কি আমার পর্দা নষ্ট হয়ে যাবে?আমি গুনাহগার হবো?
যাজাকাল্লাহু খইরন।