আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in পবিত্রতা (Purity) by (3 points)
আসসালামু আলাইকুম,
আমার সাদা স্রাব থাকে প্রায় সবসময়ই। একবার অজু করে নিলে তা দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়া যায় পরে আবার বের স্রাব দেখা যায় তবে পরিমানে কখনও কখনও একবারেই সামান্য থাকে আবার কখনো বেশি হয় অল্প হলেও প্রত্যেক ওয়াক্তে অজু করি, ইত্তিকাফে বসলে ও কি বার বার অজুর জন্য ওঠা লাগবে?
ইত্তেকাফে কি ইসলামিক বই পড়া যাবে? যেমন সিরাত।

1 Answer

0 votes
by (633,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মা'যুর ব্যক্তি এক ওয়াক্তের জন্য এক অজু করবেন।তারপর উক্ত অজু দ্বারা উক্ত ওয়াক্তের ভিতর যতসম্ভব উনি ফরয নফল ইত্যাদি ইবাদত করতে পারবেন।যখন ওয়াক্ত চলে যাবে তখন অজুও শেষ হয়ে যাবে।পূনরায় ভিন্ন ওয়াক্তের জন্য ভিন্ন অজু করতে হবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৫/২২৩/২২৪)

لما في الدر المختار مع رد المحتار:
"(وصاحب عذر من به سلس) بول لا يمكنه إمساكه (أو استطلاق بطن أو انفلات ريح أو استحاضة) أو بعينه رمد أو عمش أو غرب، وكذا كل ما يخرج بوجع ولو من أذن وثدي وسرة (إن استوعب عذره تمام وقت صلاة مفروضة)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/50

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মা'যুর কি না?  তা চেক করে নিবেন। আপনি যদি মা'যুর হন, তাহলে প্রতি ওয়াক্তের জন্য আপনার একটি অজুই যথেষ্ট। কিন্তু যদি মা'যুর না হন, তাহলে যখনই প্রস্রাব নির্গত হবে, আপনাকে বারংবার অজু করেই নামায পড়তে হবে। এবং প্রয়োজনে কাপড় পাল্টিয়ে নামায পড়তে হবে।

আপনার প্রতি আমাদের বিশেষ পরামর্শ হল, আপনি নামাযে নড়াচড়া না করে বরং বসে বা চেয়ারে বসে নামায পড়বেন। এতে প্রস্রাবের এই ঝামেলা থেকে হয়তো বেচে যেতে পারবেন।

ইত্তিকাফে বসলে  বার বার অজুর জন্য ওঠা লাগবে।
ইত্তেকাফে ইসলামিক বই পড়া যাবে,যেমন সিরাত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 254 views
0 votes
1 answer 544 views
...