আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
374 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

১. রমাদানের প্রথম দিন আমরা কিভাবে সুনাহসম্মত উপায়ে একে অপরকে অভিবাদন জানাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমাদান মুবারক বলতেন না, তাই আমরা নতুন চাঁদ দেখে সুন্নাহভিত্তিক কোন কথাটা বলে সবাইকে জানিয়ে দিতে পারি যে রমাদান এসেছে?

২. রমাদানের চাঁদ দেখলে কোন দুআ পড়তে হয়? দুআ কি শুধু চাঁদ দেখলেই পড়তে হয় নাকি চাঁদ দেখা গেছে কথাটা শুনলেই পড়তে হয়?

৩. "যে নারী নিজের ঘরের কাজ নিজে সম্পন্ন করবে, সে জিহাদের সাওয়াব লাভ করবে।" হাদিসটা কি সহীহ? যদি সহীহ হয়, এখানে ঘরের কাজ বলতে কোন কাজগুলোকে বোঝানো হয়েছে?

৪. "মাসজিদে কুবা" তে দুই রাকআত সালাত আদায় করলে এক ওমরাহর সাওয়াব পাওয়া যায়, কথাটা কি সঠিক?

৫. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সপ্নে দেখবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই কথাটা কি সঠিক?

জাযাকাল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)নতুন চাঁদ দেখার পর রাসূলুল্লাহ সা. চাঁদ দেখার দু’আ পড়তেন।রমজানের প্রথম দিন আসলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারক বলতেন না, রমজানের চাঁদ দেখার পর রমজান মুবারক বলার প্রচলন বিদআত।হ্যা জরুরী মনে না হলে,যেহেতু ঐ শব্দাবলী তথা রমজান মুবারক বাক্যর অর্থ বিশুদ্ধ রয়েছে। তাই বলার রুখসত রয়েছে।

(২)
 নতুন চাঁদ দেখার দোয়া :-
اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربى و ربك الله
"আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিলআমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহ"
উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমানি, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি- রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আল্লাহই আমার ও তোমার রব। -জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১

(৩)
"যে নারী নিজের ঘরের কাজ নিজে সম্পন্ন করবে, সে জিহাদের সাওয়াব লাভ করবে।" এটা হাদিস নয়।
তবে হজ্ব এবং উমরাকে হাদীসে নারীদের জিহাদ বলা হয়েছে।

৪. "মাসজিদে কুবা" তে দুই রাকআত সালাত আদায় করলে এক ওমরাহর সাওয়াব পাওয়া যায়, জ্বী,কথাটা সঠিক।
হাদিস শরিফে রাসুল (সা.) বলেছেন, ‘মসজিদে কুবায় ২ রাকাত নামাজ আদায় করা একটি ওমরাহ আদায়া করার সমান।’ (সুনানে তিরমিজি)


৫. 
নবী (সা.) কে স্বপ্নে দেখলে তার ওপর দোজখ হারাম হয়ে যাবে বা জান্নাতে প্রবেশ করবে বলে যে রেওয়াতটি উল্লেখ করা হয়ে থাকে, এটি শুদ্ধ নয়। বরং, নবী (সা.) স্বপ্নে দেখার ব্যাপারে যে, হাদিসটি উল্লেখ করা হয়েছে সেটা হলো, ‘যে স্বপ্নে আমাকে দেখতে পেল সে সত্যি আমাকে দেখতে পেল।’ রাসুল (সা.) কে সে দেখতে পেয়েছে। রাসুল (সা.) কে দেখতে পাওয়া ফজিলতের বিষয়, এতে কোনো সন্দেহ নেই। বাকি এই মর্মে যে হাদিস বর্ণনা করা হয়ে থাকে সেটি সহিহ নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...