১/ আসসালামু আলাইকুম আপু,বউ ও শাশুড়ির সম্পর্কে একটা মেসেজ দিন,আমার এক পরিচিত আত্নীয় আছে যিনি শাশুড়ীর খেদমত করেন না, উনি সবসময় নামাজ পড়েন তালিমে যান,উনি বলেন শাশুড়ীর খেদমত করা ফরজ না,অসুস্থ শাশুড়ী নিজের নাস্তা নিজে বানায় খান
Jannatul 5
২/ আসসালামু আলাইকুম,
আমি মাঝে মাঝে তিন কুল পড়তে গেলে সূরা গুলা তিনবারের থেকে বেশি পড়ে ফেলি ভুলে,তারপর ফু দিয়ে গায়ে দম দিয়ে দেই,আমারটা কি কার্যকর হবে?
Sabikun 4
৩/ যাকাতের মাসায়েল জানার ছিল
সাড়ে ৭ ভোরির কম স্বর্ণ আছে, টাকা আছে ১০,০০০
তাও জুয়েলার্সে পেনডিং ৬০০০০+৩৯০০০+১০০০০ টাকা
আর এই স্বর্ণে একবছর হয়নি
মহরের টাকা বাকি আছে ৭০০০০
আমার যাকাত কি ফরজ?
টাযিন
৪/
আসসালামু আলাইকুম,
আমি একজন ব্যবসায়ী। আমার দোকান রাস্তার মেইনরোডে হওয়ায়, বিভিন্ন ভ্যান প্রতিদিন দোকানের সামনে বসে। আশেপাশের প্রায় সব দোকানদার তাদের থেকে দিন প্রতি ১০০/১৫০/২০০/২৫০ টাকা নেন। আমি কোনো টাকা নেই না এবং কাউকে বসতেও দিই না। কিন্তু প্রতিদিনই ভ্যানদের সাথে চিল্লাচিল্লি করতে হয় না বসার জন্য। প্রথমে বুঝিয়ে বলার পরও তারা না মানলে বাধ্য হয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হয়। তুই তাই করে বললে তার পর চলে যায়।
** যারা বসতেছে তারা তো রাস্তার হক নষ্ট করতেছে। ভ্যান বসানোর কারণে রাস্তা ছোট হয়ে যাওয়াতে প্রায় সময় ছোট ছোট দূর্ঘটনা হয়।
প্রশ্ন হচ্ছে,
১। যারা নিজেদের দোকানের সামনে ভ্যান বসিয়ে প্রতিদিন ১০০/১৫০/২০০/২৫০ টাকা নেন, এই টাকা নেয়া কি হালাল? রাস্তার হক যে নষ্ট হচ্ছে!
২। ভ্যানওয়ালাদের সাথে বাধ্য হয়ে খারাপ ব্যবহার করতে হয়। এতে কি আমি তাদের হক নষ্ট করতেছি? অথবা আমার কোন ক্ষতি হচ্ছে?
৩। এ থেকে বাঁচতে করণীয় কী?
৫/একজন মানুষ ছোট থেকে বড় হওয়ার পর বয়সের সাথে সাথে সে যদি বিপরীত লিংগের পাশাপাশি সমলিংগের প্রতি আকর্ষণ অনুভব করে
(সাইন্টিফক্যলি প্রুভেন জন্মের সময় জিনগত ত্রুটির কারনে মানুষ সমকামী অথবা উওভয় কামী হয়ে থাকে)
আর তার জন্য মনে মনে নিজ লিংগের কাওকে ভালোবেসে থাকে তাহলে কি তাতে গুনাহ হবে??
ধরুন কোনো বিবাহিত পুরুষ যে উভয়কামী সে বিবাহিত ,,সে তার বউ কে ভালোবাসে কিন্তু জন্মগত ভাবে সে নিজ লিংগের প্রতি ও আকৃআকৃষ্ট ,,
এখনে ত তার কোনো দোষ নেই,,
এখন সে যদি বউ কে ভালবাসার পাশাপাশি নিজ লিংগের কাওকে মনে মনে ভালোবাসে এতে কি গুনাহের কিছু হবে?
বিষয় টা হলো এমন সে ত জন্মগত ভাবেই বড় হওয়ার সাথে সাথে নিজ বিপরিত লিংগ সহ সমলিংজ্ঞের প্রতি আকর্ষণ বোধ করে,,
এখন সে বিবাহিত ,,বউ কে ও অনেক ভালোবাসে,,
তবে অনেক চেষ্টা করে আর আল্লাহর কাছে দোয়া করে ও সমলিংগের প্রতি আকর্ষণ কমাতে পারছে না,,,
কিন্তু শারীরিক ভাবে সে কোনো সমকামীতা সম্পর্কে জড়াচ্ছে না,,
কিন্তু যেহেতু সে আকর্ষণ কমাতে পারছে না তাই মনে মনে অনেক অনুতপ্ত হয়,,,কিন্তু আকর্ষণ কমে না,,
সে একজন কে এই আকর্ষণ এর কারনে ভালোবাসার চোখে দেখে কিন্তু সেই লোক জানে না বা জিনি এমন তিনি জানাতে ও চান না,,শুধু আকর্ষণ বোধ করেন আর মনে মনে ভালোবাসেন এই ধরনের,,
এতে কি তার গুনাহ হবে?
lameeya
৬/আমি পিতার সম্পদ বন্টন সম্পর্কে কিছু বলছি,,,
আমাদের বাবার সম্পদ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক আছে,, বেশির ভাগ জমিই বাজারের মধ্যে, যেখানের জমির দোকানের অনেক বেশি দাম,,,আবার কিছু জমি আছে একটু গ্রামের ভিতরের দিকে যা বাজারে জমি থেকে কম দাম।
আমার ভাই ২ জন এবং আমরা ৩ বোন।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাইয়েরা যদি সম্পদ বন্টনের সময় বাজারের জমির অনেক মূল্য দেখে বাজারের জমি থেকে সম্পদ না দিতে চায়,,
যদি বলে তোমাদের গ্রাম থেকে জমি দিবো, (কারণ গ্রামের জমি বাজারের জমি থেকে তুলনামূলক দামে কম) তাহলে কী আমাদের হক থেকে আমাদের বঞ্চিত করা হলো না?
আমরা চাই যে বাজারের জমি থেকেও আমাদের সম্পদ দেয়া হোক।, বাজারের সম্পদের মূল্য বেশি এজন্য তারা এখানের সম্পদ আমাদের দিতে চায় না,,,,
Janmatul ray
৭/কোন মেয়ে যদি বিয়ে না করে জান্নাতি হয় তাহলে সে জান্নাতে কি হিসেবে থাকবে??? খাদেম হিসেবে নাকি হুর হিসেবে??? আর জান্নাতে গেলে কি ওখানে তার বিবাহ হবে???আর কারা জান্নাতে খাদেম হিসেবে থাকবে???
Umme Habiba এফা
৮/ jodi kichu khete chay ar amr sorir valona lagle ki rana na korle ki gunnah hbe
Meherun nesa 3
৯/ শ্বেত রোগ যাদের তারা পার্লারে হিয়ে একটা মেশিনের মাধ্যমে ওগুলা কিভাবে যেনো কি করতেছে আর সাদা গুলা স্কিন কালার হয়ে যাচ্ছে এটা কি জায়েজ?
Mormita