হুজর আসসালামু আলাইকুম,
আমার এক বন্দু ব্যাংক এ জব করে banking মেসেঞ্জার পোস্ট এ মানে সহজ ভাবে বললে অফিস সহকারী (Office Assistant) বা পিয়ন বলেও ডাকা হয় তো ওর থেকে আগে মাজে মধ্যে টাকা ধার নিয়েছি তো শেষ যখন টাকা ধার নিয়েছ ২০০ টাকা তার মধ্যে ১৫০ টাকা হবে হয়ত তাকে দিয়ে দিয়েছি আর বাকি ৫০ টাকা এখনো বাকি আছে। তো আমি যে ওর থেকে টাকা নিয়ে ব্যবহার করেছি এইটা কি আমার জন্য জায়েজ হয়েছে ❔
এবং হুজুর আমার বন্দু আমার থেকে কিছু টাকা চেয়েছে ১০০০ টাকা তো আমি বলছি আমার কাছে নাই কিন্ত আমি আমার এক বন্দু থেকে টাকা পাই তো বলছি ও টাকা দিলে বা ওর থেকে পেলে দিবো টাকা তো আমি ওকে বলছি ৫০০ দিতে পারবো ওর থেকে পেলে না ও দিলে মানে যার থেকে আমি পাই এখন আমি আমার যেই বন্দু ব্যাংক জব করে ওকে ৫০০ টাকা দেওয়ার পরে যখন ওর থেকে টাকা টা পাবো back এইটা কি আমার নেওয়া জায়েজ হবে❔ যেহেতু ও ওর জব এর ইনকাম থেকেই দিবে। বি.দ্র: এইটা বলে দি তা হচ্ছে আমি তাকে (বন্দুকে যে টাকা চেয়েছে আমার থেকে) ৩/৪ দিন আগে হবে ওকে আমি কিছু কথা বলি যেমন বা আমি মান্ডায় যামু,কাজে ব্যবহার হয়বো টাকা টা তাই তোরে দিতে পারমুনা সহজ ভাবে ধরে নেন আমি মানা করে দিছি যেই কারনি বলে হোক না কেন কিন্ত তাও উপরের ২টা প্রশ্নের জবাব দিলে আমার জন্য বিষয় টা আশা করি বুজতে সুবিধা হবে এবং ভবিষ্যৎ ওকে টাকা ধার দেওয়া বা ওর থেকে টাকা নেওয়া ঠিক হবে কিনা সাবধান থাকতে পারবো.
⚠️আরেকটু বুজাই banking messenger এর বিষয় এ যতটুকু জানতে পেরেছি তা হলো:
ব্যাংকিং মেসেঞ্জার হলো একজন কর্মচারী, যিনি ব্যাংকের বিভিন্ন শাখা, গ্রাহক বা প্রতিষ্ঠানের মধ্যে চেক, ডকুমেন্ট, ক্যাশ (যদি প্রয়োজন হয়) ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি পৌঁছে দেন। এছাড়া, অফিসের অভ্যন্তরীণ কাজেও সহায়তা করেন, যেমন চিঠিপত্র বা কুরিয়ার পাঠানো এবং গ্রহণ করা।
মানে আমার বন্দু অফিস সহকারী বা office assistant পোস্ট এ সহজ কথায় বললে। আমার বন্দুর থেকে কিছুটা জেনে এর পরে পুরা প্রশ্নটা যত টুকু পেরেছি ঠিক ভাবে বুজিয়ে লেখার চেষ্টা করেছি i hope সঠিক পরামর্শ ও সমাধান দিবেন।