আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তাদ। আমার বাবা মায়ের বিয়ে হয়েছে প্রায় ৩১ বছর। আমার বাবা প্রায় সময় আমার মাকে মারধর করে আঘাত করে বড় কোনো কারণ ছাড়াই। আমার বাবা আমার মায়ের মৃত বাবা মাকে নিয়ে গালাগালি করে। বাবাকে আমি ভালো করে বুঝিয়ে বললে কিছু শোনে না, সে নিজে যায় বোঝে তাই করে। ভালো মন্দ কোন কথা শোনে না। আমি পরিবার থেকে একটু দূরে থাকি চাকরির কারণে। পরে শুনি যে প্রায় সময় আমার মাকে মেরেছে। আমার বাবা তার নিজের মান-সম্মানের তোয়াক্কা করে না।আশেপাশের যত লোকজন আছে সবাইকে শুনিয়ে শুনিয়ে চিৎকার চেঁচামেচি করে, মারামারি করে। আমার মাকে অনেকবার ঘর থেকে বের হয়ে যেতে বলেছে। এ সময় বাবাকে কল দিলে তিনি আমার ফোন রিসিভ করেন না এবং রিসিভ করলে আমার কথা না শুনে ফোন রেখে দেন।তাকে অনেকবার বুঝিয়েছি। কিন্তু কাজ হয়নি। কিছুদিন আগে আমার মায়ের সব আত্মীয়স্বজনকে কল করে জানায় যে আমার মাকে রাখবে না। আমার মা শারীরিকভাবে অসুস্থ ,ঘরের সব কাজ করতে পারে না। চেষ্টা করে কিন্তু সবসময় শরীরে কুলিয়ে ওঠে না। এখন সে কেন করে না বা কেন করতে পারে না এজন্যও তাকে মারে। সদ্য আমার বাবার দিকের এক আত্মীয় আমার বাবাকে আর মা কে ইফতারের দাওয়াত দেয়। আব্বু আগে আগেই সেখানে গিয়ে মা কে কল দিয়ে সেখানে যেতে বলেন। কিন্তু মায়ের শরীর খারাপ থাকায় এবং ঘরের কিছু জরুরি কাজ থাকায় তিনি দাওয়াতে যাওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করেন । বাবা সেখান থেকে এসে মাকে মারেন এবং যা তা কথা বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর আমি মার সাথে কথা বলার সময় তার কান্নার শব্দ পেলে কান্নার কারণ জিজ্ঞাসা করি। পরে তিনি সব ঘটনা আমাকে খুলে বলেন। এরপর আমি বাবাকে কল দেই, কিন্তু তিনি আমার ফোন রিসিভ করেন না এবং এবং আমাকে কল দেওয়ার কারণে মাকে বলেন ঘর থেকে বের হয়ে যেতে।
মায়ের ও কিছু ছোট ভুল ত্রুটি আছে। বাবা যখন গালাগালি বা ঝগড়া করেন, তখন মা সব সময় চুপ থাকেন না। মায়ের বাবা মা, বোনদের নিয়ে কিছু বললে মা প্রতিউত্তর দেন। বাবার কিছু কথা বা কাজ ভুল হয়েছে জানালে বাবা তিনি ক্ষেপে যান। তাই আমি মাকে বাবার কোন ভুল ধরতেই নিষেধ করেছি। কিন্তু লাভ হচ্ছে না।এই ৩১ বছরে আমার বাবা আমার মা কে অনেক মেরেছে। এত সামান্য বিষয়েও মেরেছে যে সেগুলো বলার মতো না।
উস্তাদ, এখন ছেলে হিসেবে আমার কর্তব্য কি এবং আমার মায়ের কর্তব্য বা কি হতে পারে? আমি বাবা মা দুইজনকেই অনেক বুঝিয়েছি কিন্তু কাজ হয়নি। মা কে বলেছি কোন কথাই না বলতে। কিন্তু তাতেও কিছু হচ্ছে না।
মহান আল্লাহ তায়ালা আমাদের হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আমীন।