১) কোনো স্ত্রীর জন্য যদি স্বামী আস্তে আস্তে দ্বীন থেকে সরে দুনিয়ামুখী হয়ে উঠে, আল্লাহ থেকে দূরে সরে যায়, সালাত আদায়ের ব্যাপারে উদাসীন হয়ে যায়, সেই স্ত্রী অনেক দুনিয়াবী, স্বাস্থ্যগত ও পরকালীন ক্ষতির কারণ হয়ে উঠে, স্বামীর পরিবারকে দ্বীন পালনে বাঁধা ও বিভিন্ন ক্ষতি, অসুবিধার কারণ হয়ে যায়, সবার সম্পর্কে ফাটল ধরায়, জীবন দুর্বিষহ করে ফেলে ও পরকালের ক্ষতি করতে থাকে তাহলে ওই স্ত্রীকে যেন তার স্বামী তালাক দেয় এমন দুয়া করা জায়েজ? সবার কল্যাণের জন্য এমন দুয়া (তালাকের জন্য দুয়া) আল্লাহর দরবারে করা যায়? নাকি এমন দুয়া হারাম?
২) মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের শরীয়াহ'র হুকুম কী? মেন্সট্রুয়াল কাপ ব্যবহারে সতীপর্দা ছিড়ে যায় কি?
৩) আমার একটা কাজে টাকা প্রয়োজন ছিলো। আমার ফ্রেন্ডকে বললাম। সে আমাকে না জানিয়ে তার অন্য এক ফ্রেন্ড থেকে ১০ হাজার টাকা ধার নিলো আমার জন্য এবং টাকাগুলো আমার কাজে সে ব্যবহার করে ফেললো। পরে আমাকে বললো অমুক থেকে ১০ হাজার ধার নিয়েছি, তুই কি টাকাটা ফেরত দিতে পারবি? আমি বললাম, এই টাকার দায় আমার। আমি ফেরত দিব।
এখন প্রশ্ন হলো, আমার ফ্রেন্ড ভেবেছে আমাকে যারা ধার দেয় ওদের থেকে নিয়ে হলেও আমি ১০ হাজার ফেরত দিয়ে দিতে পারব। তাই সে আমাকে না জানিয়ে ১০ হাজার ধার নেয় আমার জন্য।(তবে ওই টাকা আমি চোখে দেখি নি, কোনো প্রমাণ ও দেখি নাই যে সে ধার নিয়েছে) এখন আমার কোনো ইনকাম ও নেই, কেউ ধার ও দিচ্ছে না। এখন, উক্ত ১০ হাজার টাকার ঋণের দায় টা আসলে কার? আমার নাকি ফ্রেন্ডের?