আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
১। আমি মাস্টার্সের স্টুডেন্ট, গবেষণার জন্য বাৎসরিক টাকা পাই। এই গবেষণার জন্য প্রেজেন্টেশন হয় ২০২৪ এর মে মাসে। জুন মাসে জানানো হয় যে আমি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ। জুলাই মাসে সব ডকুমেন্ট জমা দিয়ে টাকা প্রাপ্তি নিশ্চিত করি। মাঝে দেশের অবস্থা ভালো না থাকায় সেপ্টেম্বরে অফিসে যোগাযোগ করে টাকা তুলার ব্যবস্থা করি। তো আমাকে জানানো হয় জানুয়ারি - ডিসেম্বর অর্থবছরের জন্য আমি টাকা পাচ্ছি। সেপ্টেম্বরে টাকা তুলতে গেলে আমাকে জানুয়ারি ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত টাকা দেওয়া হয় ২ লক্ষ ৫৫ হাজার, বাকি ৭৫০০০ টাকা ডিসেম্বরে তুলতে বলা হয় যেটা এখনও তুলতে পারিনি। এখন এই ২ লক্ষ ৫৫ হাজারের সাথে নিজের সঞ্চিত ৫০০০০/- টাকা ব্যাংকে রাখা আছে যেটা থেকে খরচাপাতির টাকা উঠানোর পর ৩ লক্ষের মত অবশিষ্ট আছে। এছাড়া বিকাশে ১৭০০০/- এর মত আছে যেটা এই রমাদান শেষ হলে ১৬০০০/- হতে পারে। সব মিলিয়ে আমাকে কি যাকাত দিতে হবে?
২। কয়েকদিন আগে স্বপ্নে দেখি যে ইঁদুরকে খেতে দেওয়া হয়েছে। একটা ইঁদুর এর জন্য আমাকে পিঠে করে ঘুরাতে চায়। তো সেটার জন্য সে বলে যে সে শয়তানের পাখা ব্যবহার করবে। তো শয়তানকে ডাকে ইঁদুরটা। শয়তানকে দেখলাম আগুনের পাখাওয়ালা এক যুবক। তো শয়তান আমি কোথায় যাব জানতে পারার পর উত্তর দেয়, "Born in 1086, আমি সব জায়গায় যেতে পারি শুধু মদীনা ছাড়া।" এই স্বপ্নের ব্যাখ্যা কী?