আসসালামুআলাইকুম,
আমার স্বামী একটা স্বর্ণের চেইন বানিয়েছিল তার বোনের মেয়ের জন্য।চেইনটি এনে আমাকে দিয়ে বলেছিল,এই চেইনটি তার বোনের মেয়েকে বিয়ের সময় গিফট দেওয়ার জন্য। কিন্ত চেইন এর ডিজাইন আমার কাছে ভালো লাগার কারনে আমি চেইনটি আমার কাছে রেখে দেই, আমার নিজের ব্যবহৃত পুরোনো একটি চেইন উনার বোনের মেয়েকে দেই।
এক বছর পর এ বিষয়টি আমার স্বামীকে আমি জানিয়েছি অর্থাৎ উনাকে বলেছি ,আপনি তাকে যে চেইনটি দিতে বলেছেন সেটা দেয়নি আমার পুরোনো আরেকটি চেইন দিয়েছি,আমার কথাটি শুনে উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন,বলেছেন, কোন সমস্যা নেই।
এখন আমার প্রশ্ন হলো আমার স্বামী আমাকে যে চেইনটি দিতে বলেছিল উনার বোনের মেয়েকে ,সেটার মধ্যে স্বর্ণ বেশি ছিল,আর আমি যে পুরোনো চেইনটি উনার বোনের মেয়েকে দিয়েছি,সেটাতে স্বর্ণ কম ছিল।এখন কি উনার বোনের মেয়ের কাছে আমি ঋণগ্রস্ত হব? তাকে কি এ বিষয়টি জানাতে হবে? যতটুকু স্বর্ণ কম দিয়েছি ,ততটুকু ফেরত দিতে হবে?
দয়া করে জানাবেন