বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফেকহী মূলনীতি
إذَا اجْتَمَعَ الْحَلَالُ وَالْحَرَامُ غَلَبَ الْحَرَام
যখন হালাল এবং হারাম কোনো এক বিষয়ে একত্রিত হবে তখন হারামই বিজয়ী হবে।(আল-আশবাহ ওয়ান-নাযাইর-১/৯৩)
উপরোক্ত মূলনীতির আলোকে প্রচলিত ইমার্জেন্সি ব্যালেন্স সম্পর্কে আমরা এ সিদ্ধান্তে পৌছতে সক্ষম হবো যে,ইমার্জেন্সি ব্যালেন্স সম্পর্কে অনেক রকম আলোচনা পাওয়া যায়।একদিক দিয়ে চিন্তা করলে হালাল মনে হয় আর অন্যদিক দিয়ে চিন্তা করলে হারাম মনে হয়।সুতরাং যদিও এটা জায়েয, তবে ব্যবহার না করাই উত্তম।
বিঃদ্রঃ
May 20, 2020 তারিখে কম্পানির পলিসির উপর ভিত্তি করে ফাতাওয়াটি লিখা হয়েছে। পরবর্তীতে যদি কম্পানি তার পলিসি পরিবর্তন করে, তথা অতিরিক্ত টাকা কেটে না নেয়, তাহলে এক্ষেত্রে নাজায়েয হওয়ার কোনো কারণ নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1496
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেখানে হালাল হারাম উভয় দিক চলে আসে, সেখানে এমন লেনদেন থেকে দূরে থাকাই শ্রেয়।
আপনার বর্তমান প্রশ্নের উত্তর
আপনাকে বললাম যে, তারা অতিরিক্ত টাকা কাটলে ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করা সম্পর্কে ফুকাহায়ে কেরামদের মতপার্থক্য রয়েছে। কাজেই আপনি সর্বদা মুবাইলে টাকা রাখবেন। কখনো ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করবেন না।