ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কোন মুসলমান আল্লাহর নবী (ছাঃ)-এর আনিত বিধানের কোন অংশকে অপছন্দ করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখানে অপছন্দ দ্বারা নিজের জন্য অস্বীকার, তিরস্কার বা মন্দ ভাবা উদ্দেশ্য।
এ ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেন,
وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَهُمْ وَأَضَلَّ أَعْمَالَهُمْ، ذَلِكَ بِأَنَّهُمْ كَرِهُوْا مَا أَنْزَلَ اللهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ
‘আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এটা এজন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন, তারা তা পছন্দ করে না। অতএব তাদের কর্মসমূহ আল্লাহ ব্যর্থ করে দিবেন’ (মুহাম্মাদ ৮-৯)।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নবী (ছাঃ)-এর আনিত বিধানের কোন অংশকে অপছন্দ তথা অস্বীকার, তিরস্কার বা বা মন্দ মনে করলে সে কাফির হয়ে যাবে। তবে অলসতার দরুণ অপছন্দ করলে তখন ঈমান চলে যাবে না।