আসসালামুআলাইকুম হুজুর,
আমি আমার মামাতো বোনের বিয়েতে মামাতো বোনকে চার আনা ওজনের স্বর্ণের ব্রেসলেট উপহার দেই ,কিন্ত উপহার দেওয়ার সময় তাকে বলি, "এখানে ছয় আনা ওজনের স্বর্ণ আছে,তোমাকে এটা উপহার দিলাম ।"
এখন আমি যে তাকে উপহার দেওয়ার সময় মিথ্যা কথা বলেছিলাম,অর্থাৎ স্বর্ণ ছিল চার আনা অথচ আমি বলেছি ছয় আনা।তাকে এভাবে দুই আনা স্বর্ণ বেশি বলার কারনে কি আমি তার দাবীর নিচে থেকে যাবো? তাকে কি দুই আনা স্বর্ণ কিনে দিতে হবে? কিন্ত আমি তো তার কাছে কখনও ঋণগ্রস্ত ছিলাম না।এখন এই উপহারটি দেওয়ার সময় মিথ্যা বলার কারনে অর্থাৎ দুই আনা স্বর্ণ বেশি বলার কারনে তার কাছে কি ঋণগ্রস্ত হয়েছি?
দয়া করে জানাবেন