ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সা‘আদ ইবনু আবূ ওয়াক্কাস (রাযি.) হতে বর্ণিত।
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِك -
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশে যা-ই ব্যয় কর না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিতরূপে প্রদান করা হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও, তারও।’ (সহীহ বোখারী-৫৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হ্যা, আপনি যদি আপনার জমানো টাকা মাকে দিয়ে দেন, তাহলে নিশ্চয়ই আপনি সওয়াব পাবেন। পরিবারের মধ্যে একে অপরকে দান সদকাহ করলে, সেই দান সদকাহর সওয়াব অবশ্যই আপনি পাবেন।