আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (13 points)
আসসালামু আলাইকুম।
বিয়েতে আমি ৪ভরি মতো স্বর্ন পাই।উল্লেখ্য,  আমার বিয়ে হয়েছে ৪মাস হবে। এর আগে আমি নিসাব পরিমান সম্পদের মালিক ছিলাম না। আমার বিয়ের আগে কিছু জমানো টাকা ছিল ৬/৭ হাজার মতো। যেটা আমি কিছু কিনতে হলে ইউজ করতাম আবার টাকা পেলে জমা রেখে দিতাম। আমার একটা ব্যাংকে উমরাহর নিয়তে ৫/৬ হাজার মতো জমা রেখেছিলাম।

১. যেহেতু কিছু জমানো টাকা আগে থেকে আছে, তাই ১বছর পূর্ন না হওয়া এই স্বর্নের যাকাত কি আমাকে এই রমাদানেই আদায় করতে হবে?
২. যখন যাকাত আদায় করতে হবে তখন উপরে উল্লেখিত জমানো টাকার হিসাবও কি যাকাতে এড করতে হবে কি?

1 Answer

0 votes
by (632,880 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»
হযরত আয়েশা রা থেকে বর্ণিতঃনবী কারীম সাঃ বলেনঃ-সম্পত্তিতে কোনো যাকাত নেই যতক্ষণ না এক বৎসর পূর্ণ হবে।(সুনানে ইবনে মাজা-১৭৯২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/638

وشرط کمال النصاب فی طرفي الحول فی الابتداء للانعقاد وفی الانتہاء للوجوب فلا یضر نقصانہ بینہا۔ (در مختار / باب زکاۃ المال ۳؍۲۳۳ زکریا، کذا في الفتاویٰ التاتارخانیۃ ۳؍۱۸۱ زکریا)

وفي "تحفۃ الفقہاء":
"ثم مال الزكاة يعتبر فيه كمال النصاب في أول الحول وآخره ، ونقصان النصاب بين طرفي الحول لا يمنع وجوب الزكاة سواء كان مال التجارة أو الذهب والفضة أو السوائم هذا عند أصحابنا الثلاثة.فأما إذا هلك النصاب أصلا بحيث لم يبق منه شيء يستأنف الحول لأنه لم يوجد شيء من النصاب الأصلي حتى يضم إليه المستفاد."(كتاب الزكاة، ج:1، ص:272، ط:دارالكتب العلمية)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নেসাব পরিমাণ মাল হওয়ার পর সেই মালে এক বৎসর অতিবাহিত হওয়া শর্ত। যেহেতু আপনার পূর্বের ৫/৬ হাজার টাকা নেসাব পরিমাণ ছিলনা, সুতরাং সেই মালের উপস্থিতির সময় থেকে যাকাতের বৎসরের হিসাব হবে না। বরং ৪ ভড়ি স্বর্ণের সাথে প্রয়োজন অতিরিক্ত টাকা যেদিন থেকে আপনার মালিকানায় এসেছে, সেই দিন থেকে আপনার যাকাতের হিসাব হবে।
কেননা স্বর্ণের সাথে প্রয়োজন অতিরিক্ত কিছু টাকা হাতে থাকলে তখন রূপার হিসেবে যাকাত ফরয হয়ে যায়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...