জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আয়াতে আল্লাহ পাক বলেন-
وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآَخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
‘আর তোমাদের মধ্যে কেউ যদি নিজের ধর্ম থেকে ফিরে যায়। আর সে অবিশ্বাসী অবস্থায় মারা যায়, তাহলে দুনিয়া ও আখেরাতে তাদের সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। এই লোকেরাই হল জাহান্নামের অধিবাসী, তারা চিরকাল সেখানে থাকবে। (বাকারা ২ : ২১৭)
ویقضی ما ترک من عبادة فی الإسلام لأن ترک الصلاة والصیام معصیة والمعصیة تبقی بعد الردة وما أدی منہا فیہ یبطل، ولا یقضی من العبادات إلا الحج إلی آخر ما في رد رد المحتار․ (درمختار مع الشامي: ۶/ ۳۹۷، مطلب: المعصیة تبقی بعد الردة، ط: زکریا)
সারমর্মঃ-
ইসলামে থাকা অবস্থায় সে যে সমস্ত ইবাদত ছেড়ে দিয়েছিল নামাজ রোজা, সেগুলো সে কাজা আদায় করবে। কেননা নামাজ রোজা ছেড়ে দেওয়া এটা গুনাহ। আর গুনাহ এটা মুরতাদ হওয়ার পরও অবশিষ্ট থাকে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে পরে সে ঈমান নবায়ন করলে আগের আমল ফিরে পাবেনা।
ইসলামে থাকা অবস্থায় সে যে সমস্ত ইবাদত ছেড়ে দিয়েছিল নামাজ রোজা, সেগুলো সে কাজা আদায় করবে।
মুরতাদ থাকা অবস্থায় কোনো আমল ছেড়ে দিয়ে থাকলে সেটির কাজা আদায় করতে হবেনা।
(০২)
যে বলেছে সমস্যা নেই, তার ঈমান চলে যাবেনা।