আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমার কিছু গহনা আছে যার বর্তমান বাজার মূল্য ৪৪১০০০৳ এবং আমার হাসবেন্ড মোহরানা বাবদ আমাকে যে নগদ টাকা দিয়েছিলো তা আমি ওনার কাছে জমা রাখি এবং খরচ করার অনুমতি দেই।তো সে টাকা তিনি এখনো ফেরত দিতে পারেননি।তা হলো প্রায় ১১০০০৳. এখন তাহলে আমার যাকাত কত আসবে?
আমার ছেলেকে জন্মের পর অনেকে টাকা হাদিয়া দিয়েছে আমাকে কি সেই টাকার যাকাত দিতে হবে?
আমি যদি এমন লোককে যাকাত দেই যে বাহ্যিকভাবে যাকাত পাওয়ার যোগ্য কিন্তু দেখা হলো গোপনে সে যোগ্য নয় মানে সে মিসকিন সাজে প্রকাশ্যে আর আমি এটাই জানি তাহলে সে লোককে যাকাত দিলে তা আদায় হবে?