জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ اَحَلَّ اللهُ الْبَیْعَ وَ حَرَّمَ الرِّبٰوا ؕ.
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। -সূরা বাকারা (২) : ২৭৫
হাদীস শরীফে এসেছে-
التّاجِرُ الصّدُوقُ الأَمِينُ مَعَ النّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشّهَدَاءِ.
সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দীকীন এবং শহীদগণের সঙ্গে থাকবে।
জামে তিরমিযী, হাদীস ১২০৯
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি খুচরা দোকান থেকে খুচরা মূল্যে পণ্য কিনতে পারেন এবং আপনার পেজে এই পণ্যগুলি পুনরায় বিক্রি করতে পারেন,এতে শরীয়াহ দৃষ্টিকোন হতে কোন সমস্যা নেই।
তবে এমন লাভ নিবেননা,যাতে ক্রেতার উপর জুলুম হয়,পাশাপাশি আপনার নিকট পন্য না থাকাবস্থায় অন্যর সাথে বিক্রয় চুক্তি করবেননা। এবং মাল ক্রয় করে কবজা করার পূর্বে অন্যত্র বিক্রয় করবেননা।