আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
42 views
in সালাত(Prayer) by (137 points)
আসসালামুআলাইকুম।

আমি মাসআলা ভুল জানার কারণে এই কয়দিন এশার নামাজ এর আগে তারাবি পড়ে ফেলেছি। আমার নামাজ কি আদায় হয়নি? এখন জানার পর থেকে এশার ফরজ পড়ে পড়বো তারাবি ইনশাআল্লাহ।

দয়া করে জানাবেন।


জাযাকাল্লাহ খোইর

1 Answer

0 votes
by (598,530 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

ইমাম বুখারীসহ সিহাহ সিত্তার সকল গ্রন্থকারের উস্তাদের ২৬ খন্ডে রচিত কিতাব ‘মুসান্নাফ ইবনে আবি শাইবাহ’( ২/১৬৪)-তে সহিহ সনদে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, 
ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﷺ ﻛَﺎﻥَ ﻳُﺼَﻠِّﻲ ﻓِﻲ ﺭَﻣَﻀَﺎﻥَ ﻋِﺸْﺮِﻳﻦَ ﺭَﻛْﻌَﺔً ﻭَﺍﻟْﻮِﺗْﺮَ  

রাসূল ﷺ রমযান মাসে বিশ রাকাআত তারাবী ও বিতির আদায় করতেন।
হাদিসটি এই হাদিসগ্রন্থগুলোতেও বর্ণিত হয়েছে– সুনানুল কোবরা লিল-বায়হাকী: ২/৬৯৮, আল-মুনতাখিব: ৬৫৩, আল-মু’জামুল কাবীর: ১১/৩৯৩, আল-মু’জামুল আওসাত: ১/২৪৩।

তারাবীহের সময় ফরয এশার নামাযের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত, এশার নামাযের আগে তারাবীহ নামায বৈধ নয়।
কেহ যদি ইশার পূর্বে তারাবিহ পড়ে নেয়,তাহলে সেটি নফল হয়ে যাবে।
তারাবিহ এর নামাজ ২য় বার পড়তে হবে।

حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 413):

"ووقتها" ما "بعد صلاة العشاء" على الصحيح إلى طلوع الفجر "و" لتبعيتها للعشاء ".

সারমর্মঃ-
তারাবিহ নামাজের ওয়াক্ত হল এশার নামাজের পর। সহিহ মত অনুসারে এটার ওয়াক্ত ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত থাকে।

عالمگیری:

"«وَالصَّحِيحُ أَنَّ وَقْتَهَا مَا بَعْدَ الْعِشَاءِ إلَى طُلُوعِ الْفَجْرِ قَبْلَ الْوِتْرِ وَبَعْدَهُ حَتَّى لَوْ تَبَيَّنَ أَنَّ الْعِشَاءَ صَلَّاهَا بِلَا طَهَارَةٍ دُونَ التَّرَاوِيحِ وَالْوِتْرِ أَعَادَ التَّرَاوِيحَ مَعَ الْعِشَاءِ دُونَ الْوِتْرِ؛ لِأَنَّهَا تَبَعٌ لِلْعِشَاءِ»."

(«الفتاوى الهندية» (1/ 115)، (فَصْلٌ فِي التَّرَاوِيحِ)، (الباب التاسع في النوافل) ، الناشر: دار الفكر)
সারমর্মঃ-
সহিহ মত অনুসারে তারাবির ওয়াক্ত হল এশার পর হতে ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বিতরের পূর্বে এবং বিতরের পরে। যদি প্রকাশ পায় যে কেহ এশার নামাজ আদায় করেছে ওযুর ছাড়াই, তবে তারাবি ও বিতর নয়, তাহলে সে তারাবিহকে এশার সাথে পুনরায় আদায় করবে, বিতরকে নয়। কেননা তারাবি এশার তাবে'

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার তারাবিহ নামাজ গুলি আদায় হয়নি।
সেগুলো নফল হিসেবে গন্য হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 156 views
...