আসসালামু আলাইকুম।
কেউ যদি মনে বিশ্বাস করে "আল্লাহ যেখানে মৃত্যু রাখছে সেখানেই হবে"। কিন্তু তার মনে মৃত্যু ভয়ের জন্য মাঝে মাঝে অনেক জায়গা কল্পনাতে আসে। তখন সে দোয়া করে আল্লাহর কাছে- " আল্লাহ অমুক জায়গায় যেন মরে না যাই, গেলেও যেনো মরে না যাই। তুমি সেখানে দিও না মৃত্যু আল্লাহ "। এভাবে দোয়া করার পরে আবার নিজেরও মনে হয় আমি কি আল্লাহ যেখানে মৃত্যু দিবেন সেই জায়গা তে আপত্তি করতেছি না তো। (আস্তাগফিরুল্লাহ)। ( যদিও আমরা কেউ জানি না কোথায় আমরা মারা যাবো).
১) প্রশ্ন : এভাবে কি দোয়া করা যাবে কিনা?
২) প্রশ্ন: প্রায় ই এমন টেনশন হয়। তো এভাবে দোয়া করলে ইমানে কোনো সমস্যা হবে কিনা?