আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমি একজন প্রফেশনাল ফ্রীল্যান্সার এবং IOM এর আলিম কোর্স এর ২৪১১ ব্যাচের একজন ছাত্র ।
আমি পৃথকভাবে উমরা ও হজ্ব করতে চাই, ইনশাআল্লাহ । এর জন্য টাকা জমানোর হালাল উপায় ও টাকার বর্তমান মূল্য ধরে রাখতে চাই।
আমার কাছে Payoneer USD থাকে।(আমি চাইলে আমার Payoneer একাউন্টে ডলার রেখে দিতে পারি বর্তমান টাকার মূল্য ধরে রাখার জন্য। কিন্তু এটি অনলাইন ভিত্তিক ব্যাংক হওয়ার কারণে এটি বেশ ঝুঁকিপূর্ণ) Payoneer ডলার ব্যাংক এ ট্রানফার করে টাকা নেই।
ইতিমধ্যে কিছুদিন আগে আমি ১০ বছর মেয়াদি পাসপোর্টও করেছি।
এখন আমি টাকার বর্তমান মূল্য ধরে রেখে টাকা জমানোর সেরা উপায় জানতে চাই:
১. ব্যাংকে মাসিক সঞ্চয় করা যাবে কি ?
যেমন: বাংলাদেশে ইসলামী ব্যাংকের Hajj Savings Scheme. তাদের এই পদ্ধতি ইসলামী শরীয়ত অনুসরণ করে ?নাকি শুধু নামেই ইসলাম ?
২. পশুপালন।
যেমন : আমার মূলধন , অন্যের লালন-পালন /শ্রম, এবং পশুর খাবার যোগান । এই পদ্ধতি হালাল হতে হলে ইসলাম এর কি কি শর্ত মানতে হবে।
আমাদের দেশে/এলাকায় দেখি মালিক গরু কিনে দেয়। এরপর অন্যজন পশুর খাবারের যোগানসহ লালন পালন করে। মালিক চাইলেই তা বিক্রি করা হয়। মূলধন বাদে লাভ ২ জনে ভাগ করে নেয়। লাভ হলেও অনেক সময় পশু লালন-পালনকারীর লোকসান হতে পারে। যেমন: পশুর মূল্য ৫০ হাজার। বছর শেষে বিক্রি হলো ৭০ হাজারে। তাহলে লাভ হলো ২০ হাজার। তাহলে প্রত্যেকে পাবে ১০ হাজার করে। কিন্তু দেখা গেলো পশু লালন-পালনকারীর শ্রম বাদেই ১১ হাজার টাকা পশু খাদ্য কিনতে হয়েছে। তাহলে পশু লালন-পালনকারীর ১ হাজার টাকা লোকসান, পক্ষান্তরে মালিকের ১০ হাজার টাকা লাভ। এক্ষেত্রে :
২.১: মালিক ও শ্রমিকের মধ্যে পশু খাদ্যর মূল্য কিভাবে সমন্বয় করতে হবে।
আবার , শ্রমিকের পশু খাদ্য কিনতে হয় নি। যেমন শ্রমিক তার নিজের ক্ষেতের ঘাস পশু কে খাওয়ালো। সেক্ষেত্রে ?
২.২ শ্রমিক অন্যের ক্ষেতের ঘাস না বলে পশুকে খাওয়ালো। অনেক সময় ক্ষেতের মালিকের সম্মতি থাকে , আবার থাকে না ? এক্ষেত্রে এই হারামের দায়ভার কার ?
৩. টাকার বর্তমান মূল্য ধরে রাখতে টাকা দিয়ে ডলার/সৌদি রিয়াল/স্বর্ণ কি কিনে রাখা কি উচিত হবে ?
আপনার কোনো পরামর্শ ?