আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (83 points)
১।আগের ২নং প্রশ্নের ব্যাপারে সেই মাহফিলের পোস্টার কি আবার উঠিয়ে পানিতে ফেলতে হবে নাকি তওবা করলে চলবে?


২।আমি বেকার বাবা মা থেকে টাকা নিয়ে চলি যদি নফল দান না করি আমি কি কৃপন হব বা আল্লাহ পাক আমাকে পছন্দ করবেন না?
৩।বাচ্চারা ডিস্টার্ব করলে তাদের কে ধমক দেওয়া যাবে কি?

1 Answer

0 votes
by (598,170 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
সমস্যা না হলে,এবং উঠিয়ে ফেলার সুযোগ থাকলে উঠিয়ে ফেলতে পারেন।

অন্যথায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে।

(০২)
না,প্রশ্নের বিবরণ মতে আপনি কৃপন হবেননা, আল্লাহ পাক আপনাকে অপছন্দ করবেন না।

(০৩)
কমলমতি শিশুদের সর্বদায় ভালোবাসা আর আদর যত্ন দিয়ে মানুষ করতে হবে। তাদের সাথে কখনো রুষ্ঠ আচরণ করা যাবে না।

 রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করল না, সে আমাদের দলভুক্ত নয়’ (মুসনাদে আহমাদ, হা/৬৭৩৩; মিশকাত, হা/৪৯৭০)। 

রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তখন হাসান ও হুসায়ন তাঁর পিঠে চড়তেন। তারা যখন তাদের বাধা দিতে চাইতো, তখন তিনি ইঙ্গিত করতেন, তোমরা তাদের ছেড়ে দাও। যখন তিনি ছালাত শেষ করতেন, তখন তাদের কলে রাখতেন আর বলতেন, যে আমাকে ভালোবাসে সে যেন এদের ভালোবাসে (মুসনাদে ইবনু আবি শায়বা, হা/৩৯৮; সিলসিলা ছহীহা, হা/৩১২)।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বাচ্চারা ডিস্টার্ব করলে তাদেরকে নিষেধ করবেন। তাদের সাথে কখনো রুষ্ঠ আচরণ করা যাবে না।

নিষেধ করার পরেও না শুনলে তার বাবাকে বলে সংশোধন করিয়ে নিতে পারেন।
এতেও কাজ না হলে আপনাকে অনবরত ডিস্টার্ব করতে থাকলে সেক্ষেত্রে মৃদু ভাবে ধমক দেওয়া যাবে।

জোড়ে আওয়াজে নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...