জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
সমস্যা না হলে,এবং উঠিয়ে ফেলার সুযোগ থাকলে উঠিয়ে ফেলতে পারেন।
অন্যথায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে।
(০২)
না,প্রশ্নের বিবরণ মতে আপনি কৃপন হবেননা, আল্লাহ পাক আপনাকে অপছন্দ করবেন না।
(০৩)
কমলমতি শিশুদের সর্বদায় ভালোবাসা আর আদর যত্ন দিয়ে মানুষ করতে হবে। তাদের সাথে কখনো রুষ্ঠ আচরণ করা যাবে না।
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করল না, সে আমাদের দলভুক্ত নয়’ (মুসনাদে আহমাদ, হা/৬৭৩৩; মিশকাত, হা/৪৯৭০)।
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তখন হাসান ও হুসায়ন তাঁর পিঠে চড়তেন। তারা যখন তাদের বাধা দিতে চাইতো, তখন তিনি ইঙ্গিত করতেন, তোমরা তাদের ছেড়ে দাও। যখন তিনি ছালাত শেষ করতেন, তখন তাদের কলে রাখতেন আর বলতেন, যে আমাকে ভালোবাসে সে যেন এদের ভালোবাসে (মুসনাদে ইবনু আবি শায়বা, হা/৩৯৮; সিলসিলা ছহীহা, হা/৩১২)।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বাচ্চারা ডিস্টার্ব করলে তাদেরকে নিষেধ করবেন। তাদের সাথে কখনো রুষ্ঠ আচরণ করা যাবে না।
নিষেধ করার পরেও না শুনলে তার বাবাকে বলে সংশোধন করিয়ে নিতে পারেন।
এতেও কাজ না হলে আপনাকে অনবরত ডিস্টার্ব করতে থাকলে সেক্ষেত্রে মৃদু ভাবে ধমক দেওয়া যাবে।
জোড়ে আওয়াজে নয়।