আসসালামু আলাইকুম।
একজন মুসলিমার রমাদান এর আগেই বিবাহ হয়েছে। স্বামী কাছে থাকায় রোজা অবস্থায় স্বামী স্ত্রী একসাথে ছিল। স্বামী একাধিকবার রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিয়েছে, স্ত্রীর স্তন চুসেছে। অনেকবার করায় স্ত্রীর যৌন পথ দিয়ে পানির মত তরল বের হয়েছে। তারা যৌনমিলন করেনি। বিয়ের সময় খুব ই কম। স্ত্রীর কি রোজা ভংগ হয়েছে? কাফফারা আদায় করতে হবে? স্র আদায় করতে হলে কিভাবে করবে? ৬০ দিন রোজা রাখবে।? পিরিয়ড হয় যেহেতু স্ত্রীর।