বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ
তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশ্তাগণ এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লা‘নত দিতে থাকে। শুবা, আবূ হামযাহ, ইবনু দাউদ ও আবূ মু‘আবিয়াহ (রহ.) আ‘মাশ (রহ.) হতে হাদীস বর্ণনায় আবূ আওয়ানাহ (রহ.)-এর অনুসরণ করেছেন।(সহীহ বুখারী-শামেলা-৩২৩৭,৫১৯৩, ৫১৯৪,মুসলিম ১৯ হাঃ ১৪৩৬, আহমাদ ৯৬৭৭,আধুনিক প্রকাশনীঃ ২৯৯৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩০০৭)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا مِنْ رَجُلٍ يَدْعُو امْرَأَتَهُ إِلَى فِرَاشِهَا، فَتَأْبَى عَلَيْهِ، إِلَّا كَانَ الَّذِي فِي السَّمَاءِ سَاخِطًا عَلَيْهَا حَتَّى يَرْضَى عَنْهَا»
আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কসম সে সত্তার যার হাতে আমার জীবন। কোন ব্যক্তি তার স্ত্রীকে যখন বিছানায় আহ্বান করে, কিন্তু সে তা অস্বীকার করে, নিঃসন্দেহে যে পর্যন্ত সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্টি না হয়, ততক্ষণ আসমানবাসী তার প্রতি অসন্তুষ্ট থাকে।(সহীহ মুসলিম -শামেলা-১৪৩৬,ইসলামিক ফাউন্ডেশন ৩৪০৫, ইসলামীক সেন্টার-৩৪০৪)
ইমাম শাওকানী রাহ. বলেন,
فبات غضبان عليها" المعصية منها تتحقق بسبب الغضب منه، بخلاف ما إذا لم يغضب من ذلك فلا تكون المعصية متحققة، إما لأنه عذرها، وإما لأنه ترك حقه من ذلك. انتهى.
স্বামীর রাগের দরুণ স্ত্রীর গোনাহগার হবে, স্ত্রী নাফরমান হবে। কিন্তু স্ত্রীর অস্বীকারের দরুণ যদি কোনো স্বামী রাগান্বিত না হয়, তাহলে এক্ষেত্রে স্ত্রীর কোনো গোনাহ হবে না। কেনান তখন বুঝা যাবে যে, হয়তো স্ত্রীর বিশেষ কোনো উযর রয়েছে, বা স্বামী সে তার আপন হককে নিজ থেকে বিসর্জন দিয়ে দিয়েছে।(নাইলুল আওতার)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর সহবাসের আহবানে স্ত্রী সারা না দিলে,যদি স্বামী তাতে অসন্তুষ্ট না হয়,তাহলে এক্ষেত্রে স্ত্রীর কোনো প্রকার গোনাহ হবে না,এবং ফেরেশতারাও স্ত্রীকে সারারাত অভিশাপ দিবে না।