আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ!
আস্ত জিরা ধুয়ে পানি ঝরিয়ে চুলায় দিয়েছিলাম, যখন ভাজা ভাজা হয়ে যায় তখন পাখির বাথরুম টুকরা আকারে পাই, তখন টুকরা টা ফেলে দিই, এরপর ভালো করে নাড়াচাড়া করে আর কিছু পাইনি, তাই ফিরে আর ধোয়া হয়নি, জিরা গুঁড়া করে ফেলেছিলাম।
এখন কি এই জিরা খাওয়া যাবে??