হুজুর আসসালামু আলাইকুম, আগেই বলে নি কোন ওয়াস ওয়াসার প্রশ্ন না আগের বিষয় তাই কিছুটা বড় হয়েছে কথা গুলা এবং প্রশ্নগুলা আমি আপনাদের থেকে এখন পর্যন্ত অনেক সাহায্য পেয়েছি বা বলতে পারেন প্রায় সাহায্য পেয়েছি আশা করি এইবার ও সাহায্য করবেন তো আমার কথায় আসি,
আমি প্রায় ২ বছর আগে বা তার কিছুটা বেশি সময় হবে আমি iphone 10 কিনি তো ফোন এর কিছু সমস্যা এর জন্য আমি ফোন টা বিক্রি করে দি এখন বিস্তারিত বলে ফোন টা কিনে আনার পরে আস্তে ধিরে কিছু সমস্যা হয় ফোন এর টাচ এর মধ্যে বা টাচ এর কিছু অংশে বা এমনো বলতে পারেন ফোন এর ডিসপ্লে তে কেননা টাচ তো ডিসপ্লে/display তেই থাকে তো আমি যেই খান থেকে কিনেছি পরে ওইখানে গিয়েছি কিন্ত দোকান দার থেকে কোন সমাধান পাইনাই এর পরে আমি কিছুটা খুজাখুজি করি বা দেখাদেখি করি মানে কিছু দোকানে ফোন এর সেই সমস নিয়ে কথা বলি ওনারা বলছে যে শুধু টাচ ঠিক করলে ফোন কিছু দিন পরে বা পরে সেইটা মনে করেন যেকোনো সময় হোক দিন বা মাস পরে আবার টাচ যাবে গা বা চলে যাবে ইত্যাদি এমন বা এই ধরনের কথা বলেছে আর ডিসপ্লে ঠিক করলে বলছে কয়েক মাস বা সহজে কথায় বলতে কিছু হবে না যেহেতু অনেক আগের কথা তো accurate কোন সমস্যা হবে কিনা এমন কথা বলছে কিনা জানিনা হয়ত বলছে ডিসপ্লে ঠিক করলে আগামি ৬ মাস আর কিছু হবে না ফোন এ এমন কিছু হবে হয়ত বলেছে আর তখন আরো বলেছে এমন যে এখন যদি আপনি মানে আমাকে বলতাছে বা বলছে যে শুধু টাচ ঠিক করলে পরে ডিসপ্লে ঠিক করতে বা ডিসপ্লে তে আরো বেশি টাকা খরচ হবে রিপেয়ার বা service এ যদি এখন শুধু টাচ ঠিক করি বা ডিসপ্লে ঠিক না করি বা পরিবর্তন বা change না করি আমার কাছে ও তেমন টাকা ছিলো না (যদি টাকা থেকে ও থাকে হয়ত আমি এত খরচ করতে চাইনাই আর না করার কারন এইটা ও হতে পারে কেননা ফোন অনেক টাকা দিয়ে কিনে এই অবস্থা তাই হয়ত) যে ডিসপ্লে change করবো এবং আমি চাচ্ছিলাম ফোন টা কোন ভাবে ঠিক করে বিক্রি করে দিতে তো আমি শুধু টাচ ঠিক করি কারন টাচ ঠিক না করলে হয়ত বিক্রি করতে বা কোন ভালো দামে বিক্রি করায় হতো না বা পারতাম না তাইনা তো ফোন ঠিক করার পরে তখন বলতে পারেন All oka ফোন এর এবং পরে এক পোলার/ছেলের কাছে বিক্রি করে দি এবং আমার বন্দু একটা ও আমাকে কিছুটা বলতে পারেন সাহায্য করে বিক্রি করে দেওয়ায় তো আমার কথা এখন ফোন এর পরে কিছু হোক বা না হোক বা কিছু হলেও এতে কি এইটা প্রতারণা হবে বা হয়েছে কারন তখন আমি ফোন ঠিক করে দিয়েছি এবং ছেলেটা যতটুকু বুজে পারছে চেক করছে এবং আমার থেকে ফোন কিনে নেই তো এতে কি প্রতারণা হবে এবং যদি প্রতারণা হয় ও এতে কি শুধু প্রতারণার গুনাহ হয়েছে নাকি আমি যে বিক্রি করেছি সেই টাকা আমার জন্য ব্যবহার করা পরে বা তখন হালাল হয় নাই বা সেইটা হারাম হবে তো আমাকে প্লিজ বিষয় টা বলবেন আমি এইটা নিয়ে চিন্তিত আছি??
//এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, উপর এর ঘটনা টার আগে সেইটা হয়ত ৩/৪ বছর আগে হবে হয়ত বা এত টুকু নিশ্চিত যে উপরের যেই ঘটনা তার আগের কাহিনি আমি আমার প্রথম iphone 6 ওইটা ও বিক্রি করি তো ওইটার স্পিকার এ সমস্যা ছিল ফোন নরমালি কোন ভিডিও বা ভয়েস ইত্যাদি এইসব হয়ত হেডফোন দিয়ে শুনতে হতো এবং করলে সেইটা স্পিকার এ দিয়ে শুনতে হতো মানে loud speaker দিয়ে আশা করি বুজছেন তো আমি এইটা গোপন করে ফোন বিক্রি করি এইখানে তো স্পষ্ট প্রতারণা করে ফোন বিক্রি করেছি এই বিক্রি করার টাকা তো আমার ব্যবহার হয়েছে এখন এই টাকা টা যে ব্যবহার হয়েছে এইটা কি আমার জন্য ব্যবহার করা হালাল তো ছিলো মানে কোন সমস্যা তো ছিলো না এবং শুধু কি গুনাহ হবে কারন আমি তো কোন চুরি করা বা অবৈধ ভাবে কার ফোন এনে সেইটা বিক্রি করিনাই তাইনা তো আমাকে এই প্রশ্নের জবাব টা ও দিয়েন ? বি.দ্র: আরো বলেনি এই ফোন যার কাছে বিক্রি করেছি সে পরে বাসায় গিয়ে বুজতে পারে এই অবস্থা পরে আমাদের কল করে মানে আগে আমাকে করছে কিন্ত আমার সাথে কথা হয় নাই আমার এক বন্দুর সাথে কথা হয় মানে বিক্রি করার সময় আমার সাথে যে ছিলো আমার বন্দু তার সাথে কথা তাকে ধমক টমক ইত্যাদি দেই ফোন কল এ এবং দেখা করতেও বলেছে হেন তেন এইসব তো এই নাজে এর পরে দেখা করে আমার ফোন ফেরত নিয়েছি বা টাকা দিয়ে দিয়েছি ততক্ষন বা ইতিমধ্যে ফোন এর টাকা খরচ করে ফেলি আরেকটা ফোন কিনে এবং আমার এই iphone 6 বিক্রি করার সময় যে বন্দু সাথে ছিলো উপরের প্রথম প্রশ্নের মধ্যে আমার যেই বন্দু সাহায্য করেছে সে একই ব্যক্তি ছিলো মানে আমার এই দুইটা ফোন বিক্রি করার সময় আমার একই বন্দু ছিলো আমার সাথে আমি শুধু কিছুটা বিস্তারিত বলার জন্য এইখানে বন্দুর কথাটা উল্লেখ করেছি যেন এই নিয়ে যতটুকু পারি বলে রাখতে পারি বা যতটুকু পারি বলার চেষ্টা করেছি যেন কোন কথা মিস না হয়।
// আরেকটা গুরুত্বপূর্ণ কথা বা প্রশ্ন তা হচ্ছে, উপরের দুইটা প্রশ্ন এবং কথা গুলার মধ্যে যে টাকা বিক্রি করে পেয়েছি সেইটা ব্যবহার করা বা সেইটা দিয়ে কোন কিছু যদি ক্রয় করা হয়ে থাকে সেইটা ও তো ব্যবহার করা জায়েজ হবে কোন গুনাহ তো হবে না বা এমন না যে সেই টাকা হালাল হবে না ?? তো আমাকে এই কথার বা প্রশ্নের ও উত্তর দিয়েন তার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করছি।
⚠️আজকে আগের এইসব চিন্তা গুরপাক খাচ্ছে বা হচ্ছে তাই প্রশ্ন এবং কথা গুলা যতটুকু পারছি বলার চেষ্টা করছি এখন যেমন অনুশোচনা বা এইসব নিয়ে মনে চিন্তা গুরপাক হচ্ছে তখন এমন হলে মনে হয় না আমি এইগুলা লুকাতাম বা এমন ভাবে বিক্রি করতাম ফোন গুলা শুধু এইখানে তো প্রতারণার গুনাহ হবে কিন্ত টাকা গুলা ব্যবহার করায় কি কোন সমস্যা বা গুনাহ হবে অনেক কথায় বলছি আমাকে শান্ত করবেন উত্তর দিয়ে আশা করি আমার কিছুটা এই নিয়ে চিন্তা হচ্ছে বা পেরেশানিতে আছি বলতে পারেন
তাই জিজ্ঞাসা করেছি নাহলে হুদাই কেনো জিজ্ঞাসা করবো তাইনা।