আসসালামু আলাইকুম
১। গতকাল রাতে স্বামীর সাথে ঝগড়া হয়, তখন ২ সন্তানের কসম দিয়ে বলি আমি আর রান্না করব না।এখন যদি তওবা করে রান্না করি তাহলে সন্তানের ক্ষতি হবে? নাকি কাফফারা দিতে হবে?
২।কাফফারা যদি আসে ইদের পর ৩ টি রোজা রাখব এতে কি এখন সন্তানের ক্ষতি হবে? মানে এখন রান্না করব কাফফারা আদায় করব ইদের পর রোজা রেখে।
৩।কাফফারার রোজা টানা করতে হয় নাকি ভেংগে করা যায়?
জরুরি বলবেন সমস্যা না হলে বিকালে রান্না করব।