আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
436 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (39 points)
edited by
আসসালামু আলাইকুম।
শায়খ,কল সেন্টার এ আমাদের কাজ হচ্ছে বিল কত হয়েছে জানানো আর রিচার্জ এর জন্য রাজি করানো।মেইন কথা হলো convince করানো যাতে রিচার্জ করে নেয় customer..।। শুুধু সুন্দর করে গুুুছিয়ে বলা লাগে আর কিছুনা।  পুরুষ গ্রাহকদের সংখ্যা বেশি।  এজন্য যত কম সম্ভব নরম/কোমল হয়ে /straight কথা গুুুলো গুছিয়ে ভালোভাবে বলেে যদি কোনো মেয়ে কল সেন্টার এ কাজ করে তাহলে কি কাজ টি করা যাবে?

২# শায়খ, কম কোমল হয়ে কোনো মেয়ে যদি  কল সেন্টার এ কাজ করে তাহলে কি কোনোভাবে কল সেন্টার থেকে উপার্জিত টাকা হালাল হবে না শায়খ? যেহেতু কাজ করছি আর আমার কাজের বিনিময়ে টাকা দিচ্ছে।
৩# কল সেন্টার এ জব নিলে বলা হয় যে 6 মাস এর আগে কাজ ছাড়া যাবে না।তাহলে শায়খ কি করব এই বিষয়ে? কেননা 6 মাস এ আমার ইনকাম হবে। সেই ইনকাম এর টাকা তো হালাল না হলে আমি নিতে পারব না।
৪# এই টাকা দিয়ে যা করব শায়খ, তার সব কি হারাম হবে?কল সেন্টার থেকে  উপার্জিত টাকা দিয়ে অন্য কোনো কাজ শিখলে সেই কাজ থেকে আসা টাকা গুলোও কি হারাম হয়ে শায়খ?

 ৫# আর শায়খ, কল সেন্টার বাদ এ যদি কোনো এমন কাজ করি যেখানে পুরুষ গ্রাহক ও থাকবে। সেখানে আমি নরম না হয়ে যদি শুধু পন্যের বিষয়ে কথা বলে জানিয়ে দিই তাহলে কি সেটা করা যাবে?
একটু বিস্তারিত জানালে উপকৃত হব শায়খ।

1 Answer

0 votes
by (567,120 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(১.২.৩)
আল্লাহ তায়ালা বলেনঃ 

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

 হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে বিনম্র হয়ে কথা বলনা, যাতে যাদের মাঝে পৌরষত্ব আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে। {সূরা আহযাব-৩২}

★পরপুরুষের (গায়রে মাহরামের) সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলার সময় কণ্ঠস্বর কঠোর রাখবে, সুমিষ্ট মোলায়েম স্বরে নয়l হযরত আয়েশা (রা) এর নিকট মাসয়ালা বা হাদিসের প্রয়োজনে অন্যান্য সাহাবীগণ আসলে, তিনি মুখের ওপর হাত রেখে কণ্ঠ বিকৃত করে পর্দার আড়ালে থেকে কথা বলতেন যেন কারো অন্তর ব্যাধিগ্রস্থ না হয় l -তাফসীরে কুরতুবী ১৪/১৪৬

আরো জানুনঃ 

তিরমিজি শরীফের ২৭৮০ নং হাদীসে এসেছেঃ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، وَسَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا تَرَكْتُ بَعْدِي فِي النَّاسِ فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

উসামাহ্ ইবনু যাইদ ও সাঈদ ইবনু যাইদ ইবনু আমর ইবনু নুফাইল (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার পরে (মানুষের মাঝে) পুরুষের জন্য স্ত্রীলোকের ফিতনার চাইতে মারাত্মক ক্ষতিকর ফিতনা আর রেখে যাচ্ছি না।
সহীহঃ সহীহাহ (২৭০১), বুখারী ও মুসলিম।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে  মেয়েদের জন্য কল সেন্টার এ কাজ করা কখনো জায়েয হবে না।
আরো জানুনঃ  
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
এখানে যেহেতু মহিলা গ্রাহকও আছে,আর তাদের সাথেও আপনার কথা বলতে হয়,আর কণ্ঠ নরম না করে কথা বললে এবং ফিতনার আশংকা না থাকলে কিছু ইসলামী স্কলারদের মতে যেহেতু এটি জায়েজ,তাই প্রশ্নে উল্লেখিত ইনকামের টাকাকে পুরোপুরি হারাম বলা যায়না।
,
এটি আপনি ব্যবহার করতে পারেন।
,
তবে খুব দ্রুত এ চাকরি ছেড়ে দিন।
,
(০৪)
না, হারাম হবেনা।
,
(০৫)
পরিপূর্ণ পর্দা করে, এবং নরম ভাষা ব্যবহার না করে বরং কর্কষ এর মতো আওয়াজ করে কথা বলে ফিতনার আশংকা না থাকলে কিছু ইসলামী স্কলারগন সেই চাকরিকে জায়েজ বলেন।
,
তবে মেয়েদের কন্ঠ যেহেতু ছতর,তাই অধিকাংশ উলামায়ে কেরামগন এ ধরনের যেকোনো চাকরিকে নাজায়েজ বলেন।
,
সুতরাং এ ধরনের সকল চাকুরী না করাই সতর্কতা।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...