আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in পবিত্রতা (Purity) by (2 points)
একজন ব্যক্তির উপর গোসল ফরজ।শরীরে নাপাকি আছে। কিন্তু, বাসায় পানি নেই। রামাদান মাস শুরু হওয়ার আগে থেকেই এখানে পানির সংকট চলছে।ওয়াসা বলেছে ম্যাশিন নষ্ট হওয়ার কারণে আগামী সাতদিন পানি দিবে না।এদিকে এখন রামাদান মাস চলছে। অন্তত, রামাদান মাসে তিনি কোন নামাজ কাজা করতে চাচ্ছেন না। তাদের পরিবারে আরো অনেক পুরুষ -মহিলা আছেন।

সবাই আল-হামদুলিল্লাহ নামাজ পড়েন। নামাজের জন্য তাদেরকে দৈনিক পাঁচ বার ওজু করতে হয়।পুরুষরা মসজিদে যেতে পারলেও মহিলাদেরকে ঘরেই অযু সারতে হয়। তাছাড়া, প্রাকৃতিক হাজত পুরনের পরে পবিত্রতা অর্জন করতে হয়। কিন্তু,পানি না থাকার কারণে ওয়াশ রুমে যাবার পরে পবিত্রতা অর্জন অনেকটা কষ্ট সাধ্য - অনেক সময় নূন্যতম পানিটুকুও থাকে না ।
এমতাবস্থায়,অজু-গোসল-তাহারাত অর্জনে এবং নামাজ আদায়ে এই মানুষগুলোর জন্য করণীয় কী? তারা কীভাবে তাহারাত অর্জন করবেন এবং কীভাবে নামাজ আদায় করবেন?সঠিক মাস'আলা জানতে চাই।

ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ

1 Answer

0 votes
by (634,080 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللّهَ كَانَ عَفُوًّا غَفُورًا
যদি পানিপ্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমন্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল।(সূরা নিসা-৪৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5269

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এক মাইল বা এর চেয়ে বেশী দূরত্বে পানি থাকলে তখন তায়াম্মুম করা যাবে। এক চেয়ে কম দূরত্বে পানি থাকলে, এবং সেই পানি ব্যবহার করা সম্ভব হলে তখন তায়াম্মুম করা জায়েয হবে না।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 232):
"(من عجز) مبتدأ خبره تيمم (عن استعمال الماء) المطلق الكافي لطهارته لصلاة تفوت إلى خلف (لبعده) ولو مقيماً في المصر (ميلاً) أربعة آلاف ذراع،  (أو لمرض) يشتد أو يمتد بغلبة ظن أو قول حاذق مسلم ولو بتحرك ... (أو برد) يهلك الجنب أو يمرضه."

ویستحب لعادم الماء وھو یرجوہ ان یؤخر الصلوٰۃ الی اخر الوقت فان وجد الماء یتوضاء والا تیمم وصلے لیقع الاداء باکمل الطھارتین الخ

الدر المختار: (باب التیمم، 249/1، ط: دار الفکر)
وندب لراجیه رجاء قویا اٰخر الوقت المستحب ولو لم یؤخرو تیمم وصلے جاز ان کان بینہ وبین الماء میل والا لا

البحر الرائق: (163/1)
(قوله: وراجي الماء يؤخر الصلاة) يعني على سبيل الندب كما صرح به في أصله الوافي والمراد بالرجاء غلبة الظن أي يغلب على ظنه أنه يجد الماء في آخر الوقت، وهذا إذاكان بينه وبين موضع يرجوه ميل أو أكثر، فإن كان أقل منه لا يجزئه التيمم، وإن خاف فوت وقت الصلاة، فإن كان لا يرجوه لا يؤخرالصلاة عن أول الوقت؛ لأن فائدة الانتظار احتمال وجدان الماء فيؤديها بأكمل الطهارتين، وإذا لم يكن له رجاء وطمع فلا فائدة في الانتظار وأداء الصلاة في أول الوقت أفضل إلا إذا تضمن التأخير فضيلة لا تحصل بدونه كتكبير الجماعة ولا يتأتى هذا في حق من في المفازة فكان التعجيل أولى۔


যদি এক মাইল দূরত্বের কম পানি থাকে, এবং ওয়াক্ত সংকীর্ণ হয়, অজু করতে গেলে ওয়াক্ত শেষ হয়ে যাবে বলে মনে হয়, তাহলে তখন অজুর পরিবর্তে তায়াম্মুম করে নামায পড়া যাবে। এবং পরবর্তীতে অজু করে উক্ত নামাযকে দোহড়িয়ে পড়তে হবে। 

لما في در المختار، باب التیمم، (1/246) ط: سعید):
"(لا) یتیمم (لفوت جمعة ووقت) ولو وتراً؛ لفواتها إلی بدل. وقیل: یتیمم لفوات الوقت. قال الحلبي: فالأحوط أن یتیمم ویصلي، ثم یعیده"

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পানি যদি এক মাইল দূরে না হয়, এবং সেই পানি ব্যবহার করা সম্ভবপর হয়, তাহলে আপনাদের জন্য তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করা জায়েয হবে না। বরং তখন পানি সংগ্রহ করেই অজু গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...