ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/60624/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
হাদীস শরীফে এসেছে-
وَعَن
أبي هُرَيْرَة قَالَ: مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِنْ كرهه تَركه
আবূ হুরায়রা রা. হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন খাদ্যের দোষ প্রকাশ করেননি। অবশ্য মনে ধরলে খেয়েছেন। আর
অপছন্দ হলে পরিত্যাগ করেছেন। (সহীহ : বুখারী ৩৫৬৩, মুসলিম (২০৬৪)-১৮৭, সহীহ ইবনু হিব্বান
৬৪৩৭, আবূ দাঊদ ৩৭৬৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০১৭, তিরমিযী ২০৩১, ইবনু মাজাহ ৩২৫৯, আহমাদ ১০৪২১।)
,
এই হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছেঃ-
مَا
عَابَ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে দোষ ধরতেন
না।’’ হাফিয ইবনু হাজার (রহিমাহুল্লাহ) বলেনঃ বৈধ খাবারের দোষ ধরেননি। তবে হারাম খাবারের
দোষ ধরতেন এবং তা খেতে নিষেধ করতেন। ইমাম নাবাবী (রহিমাহুল্লাহ) বলেন- খাবার খাওয়ার
আদব হলো তার দোষ ধরবে না। অর্থাৎ এরূপ বলবে না এটা টক, এটা সিদ্ধ হয়নি
বা পাকেনি এটা পাতলা, এটা মোটা ইত্যাদি।
,
(إِنِ اشْتَهَاهُ أَكَلَهٗ وَإِنْ كَرِهَهٗ
تَرَكَهٗ) ‘‘খাদ্যের প্রতি তার আগ্রহ থাকলে
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা খেতেন অন্যথায় তা পরিত্যাগ করতেন। যেমন দব্বের
ব্যাপারে যা ঘটেছিল। এটা তার অপছন্দ ছিল তাই তিনি তা খাননি। এটা দোষ বর্ণনা নয়। (মিরক্বাতুল
মাফাতীহ; ফাতহুল বারী ৯ম খন্ড, হাঃ ৫৪০৯;
শারহুন নাবাবী ১৪শ খন্ড, হাঃ ২০৬৪;
‘আওনুল মা‘বূদ ৬ষ্ঠ খন্ড, হাঃ ৩৭৫৯;
তুহফাতুল আহ্ওয়াযী ৫ম খন্ড, হাঃ ২০৩১)
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
,
খাবারের দোষ না ধরা রাসুলুল্লাহ সা. এর সুন্নাত। সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে সুন্নাতের খেলাফ কাজ হয়েছে।
তবে আশা করা যায় যে, আল্লাহ তায়ালা আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
আর প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নানীর জন্যও উচিত নয় যে,
এভাবে আপনার খাবারের দোষ ধরা। এভাবে আপনাকে কষ্ট দেওয়া। তারপরও তিনি আপনার নানী।
তাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। তিনি এখন আপনার বাড়ীর মেহমান। তার বয়স হয়েছে এবং দ্বীনের
বুঝ না থাকার কারণে হয়তো এমন করছে। তাই তাকে মহব্বতের সাথে বুঝাবেন। আপনার অনেক
অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। তাই একটু ধৈর্য ধারণ করবেন।