আসসালামু আলাইকুম।
১।আমার শাস্বকষ্ট রয়েছে যার কারণে আমার নামাজে তিলাওয়াত করতে কষ্ট হয়।এখন তারাবির নামাজ যদি আমি পড়ি দেখা যাবে আমি পরের দিন হয়তো রোজাই রাখতে পরবো না (রোজা রাখলে আমি অসুস্থও হয়ে পড়ি)। আবার তারাবি সুন্নতে মুয়াকাদ্দাহ না পড়লে গুনাহগার হয়। তারাবি না পড়তে পারার কারণে আমার অনেক খারাপ লাগে। এমন অবস্থায় আমার কি করতে পারি?
২।পাএপক্ষ দেখতে আসলে পাএ অনেক সময় তিলাওয়াত শুনতে চায়। তাদের তিলাওয়াত শুনানো কি জায়েজ হবে?