প্রশ্ন ১ : আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, ইউটিউব মার্কেটিং, ওয়েবসাইট SEO ও পারি। এখন আমার প্রশ্ন হলো, আমি জানি ইউটিউব মনিটাইজেশন থেকে ইনকাম করা হারাম,
এখন আমি অন্য কারো ভিডিও যেটার মার্কেটিং আমি করে দিলে তার ভিডিতে ভিউ বাড়বে,তা ইনকাম হবে।এখন, তার ভিডিওর মার্কেটিং করার বিনিময়ে সে আমাকে যে পারিশ্রমিক টা দিবে সেটা নেয়া ইসলামের দৃষ্টিতে কেমন হবে?
প্রশ্ন ২ : শাড়ি কাপড়, বা মহিলাদের সাজ সজ্জার যত কসমেটিকস বা কাপড় চোপড় আছে, এগুলা যদি আমি বিক্রি করি সেটা থেকে প্রাপ্ত ইনকাম কি হারাম হবে? ধরুন আমার বিক্রি করা শাড়ি, লিপস্টিক, চুড়ি পরে কোনো মহিলা বাইরে গেলো, তাহলে তাকে যতজন দেখবে,তাদের পাপের সাথে কি আমারো পাপ হবে? একই কথা বাহিরের দেশের বিধর্মী মেয়েদের জন্য, পশ্চিমা মেয়েরা যেসব ড্রেস পরে, আমি যদি ওইসব ড্রেস বানাই বা সেল করি, সেক্ষেত্রে কি সেটা আমার পাপ হবে?
এই ব্যাপার গুলার উত্তরের অপেক্ষায় রইলাম হুজুর।
প্রশ্ন তিন : পশ্চিমাদের জন্য বা কাফেরদের জন্য প্রায় ইসলামের দৃষ্টিতে কেমন? ধরুন আমি পশ্চিমাদের বা বিধর্মী কাফেরদের কোন কোম্পানিতে কাজ করলাম, তারা ব্যবহার করে এমন কোন জিনিস যেটা হালাল & উপকারী, সেটা বিক্রি করলাম, বা তাদের জন্য কোন বই বা অন্য কিছু বিক্রি করলাম।এমনটা করার ইসলামের দৃষ্টিতে কেমন, এটা কি জায়েজ আছে??
প্রশ্ন ৪ : কাফের দের পূজা বা বড়দিনে অন্যান্য উৎসব তাদের ব্যবহার কাপড় যেমন ধুতি,শাড়ি, বা অন্যান্য যেসব উপকরণ কাজে লাগে এগুলা বিক্রি করা ইসলামের দৃষ্টিতে কেমন হবে? [ আমার নিয়ত শুধুই ব্যবসায়ীক, এখন সন্দেহ হচ্ছে আমার বিক্রি বা বানানো এসব উপকরণ দিয়ে তারা যে পাপ করবে,সে পাপের ভাগীদার কি আমিও হব??]