একজন মহিলার জরায়ুতে টিউমার আছে। তাঁর নিয়মিত মাসিকের সময় মাসের ২২/২৩/২৪ এ সময়ের মধ্যে হয়ে থাকে। গত জানুয়ারি মাসে ২২ তারিখে মাসিক শুরু হয়েছে ২৭ তারিখে শেষ হয়েছে। আবার ফেব্রুয়ারীর ৬ তারিখে মাসিক শুরু হয়েছে ১১ তারিখে শেষ হয়েছে। কিন্তু আগের জানুয়ারী মাস ও পরের ফেব্রুয়ারী মাসের রক্তপাতের মধ্যে ১৫ দিনের কম ব্যবধান তারপর আবার ফেব্রুয়ারীর ২৪ তারিখ আবার মাসিক শুরু হয়েছে। এটাও ১১ তারিখ হিসাব করলে ১৫ দিনের কম ব্যবধান। এক্ষেত্রে মহিলার প্রথম মাসিক যেটা জানুয়ারীর ২২ তারিখ শুরু হয়েছে ও ২৭ তারিখ শেষ হয়েছে। সেটা স্বাভাবিক মাসিক এবং তার পরেরটা যেহেতু ফেব্রুয়ারীর ৬ তারিখ শুরু হয়েছে, এবং উভয়ের মাঝখানে ১৫ দিনের কম ব্যবধান তাই এস্তেহাযা এবং তার পরবর্তিটা যেহেতু ২৪ তারিখ শুরু হয়েছে, এবং প্রথম জানুয়ারির ২৭ তারিখ হায়েজ ধরে শেষ করলে তাহলে এর মধ্যেও ব্যবধান ১৫ দিনের বেশি এবং এটা ৩ দিন অতিবাহিত হয়েছে। এজন্য এটাকে কি হায়েজ হিসেবে গণ্য করবে না? নাকি ভীন্ন কিছু হবে?