আসসালামু আলাইকুম উস্তাদ।
হায়েজ শেষ হওয়া রিলেটেড প্রশ্ন করতে চাচ্ছি, আর সেটি হলো একজনের বিয়ের আগে ৭ দিনে হায়েজ শেষ হতো, ৮ম দিনে সে সাদাস্রাব দেখে নামাজ পড়ত। কিন্তু বিয়ের পর বাচ্চা হলে হায়েজের অভ্যাস পরিবর্তিত হয়েছে, অনেকটাই। এখন ৩ দিন পর ব্লিডিং একদম ই কমে যায়, ২,১ দিন পুরোপুরি ব্লিডিং অফ থাকে, আর শুকনো থাকে, না বের হয় রক্ত না বের হয় হলুদ, সাদা বা অন্য কিছু। এমতাবস্থায় হায়েজ গিয়েছে কি-না তা কি ভ্যাজাইনা তে হাত দিয়ে চেক করা যাবে? ভেতরে সাদা রয়েছে কিন্তু বের হচ্ছে না, এক্ষেত্রে কী করণীয়।
এভাবে একবার পবিত্র হয়ে নামাজ পড়ে ফেলা হয়েছে, তার পরবর্তী ওয়াক্তে আরও শিউর হওয়ার জন্য একইভাবে চেক করে দেখা গেল হলুদাভ-হালকা লাল ও সাদা মিশ্রিত স্রাব। যা বের হয়নি। এখন কী তাহলে নামাজ পড়া বাদ দিয়ে নতুন করে পবিত্র হওয়া লাগবে?
উল্লেখ্য কয়েক হায়েজ ধরেই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কীভাবে বুঝা যাবে তাহলে, যে হায়েজ শেষ; যখন একদম শুকনো থাকছে জায়গাটা, সাদাস্রাব বা অন্য কিছু বাইরে বের হচ্ছে না ঠিকই, কিন্তু ভিতরে অল্প আছে?
অগ্রিম জাযাকুমুল্লাহ, বড় প্রশ্নের জন্য আফওয়ান। কিন্তু সত্যিই খুব উদ্বিগ্ন এ বিষয়টি নিয়ে।